ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ মনি দাবায় জিয়া-রানী হামিদ শীর্ষে

প্রকাশিত: ০৬:৩২, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

শেখ মনি দাবায় জিয়া-রানী হামিদ শীর্ষে

স্পোর্টস রিপোর্টার ॥ গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে শুরু হয়েছে ‘শহীদ শেখ মনি স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা।’ নয় রাউন্ড সুইস লীগ পদ্ধতির এ আসরের খেলা রবিবার থেকে জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার লাউঞ্জে শুরু হয়েছে। ১৩৮ দাবাড়ু এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এদের মধ্যে নেপালের ৩ ও ভারতের ২ দাবাড়ুও আছেন। দুই রাউন্ডের খেলা শেষে ২৭ দাবাড়ু দুই পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেনÑ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, পাঁচ ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, দেবরাজ চ্যাটার্জী, মেহেদী হাসান পরাগ, রেজাউল হক ও ফাহাদ রহমান, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটরিয়াম লাউঞ্জে দ্বিতীয় রাউন্ডের খেলায় জিয়া অভিক সরকারকে, শাকিল নেপালের হিমালকে, ইমন মাওলাকে, দেবরাজ ফারুককে, পরাগ মামুনকে, সাইফুল নাসিমকে, উতেন আমিরকে, শফিক বদরুলকে, সাইফ রিপনকে, মোস্তফা রউফকে, সোহেল আমেরিকার স্কট ইলয়টকে, এজাজ তৌসিফুজ্জামানকে, অপু এনায়েতকে, রেজা মিজানুরকে, আনিস কবীরকে, সিদ্দীক জাকারিয়াকে, দেলোয়ার ওসমানকে, জাফরুল আবু ফয়েজকে, ফাহাদ শামসুলকে, বিবেক আলমকে, জাবের স্মরণকে, রানী হামিদ ভারতের সায়ন্তনকে, সাচ্চু ইকবালকে এবং বেলাল পরানকে হারান। অনতা আমিনুলের বিরুদ্ধে, রূপেশ মোকাদ্দেসুরের বিরুদ্ধে ও মোমিন সালমানের বিরুদ্ধে ওয়াক-ওভার পান। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।
×