ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চরফ্যাশনে জনকণ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

প্রকাশিত সংবাদের জের

প্রকাশিত: ০৬:২৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

প্রকাশিত সংবাদের জের

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৬ ফেব্রুয়ারি ॥ প্রকাশিত সংবাদের জের ধরে দৈনিক জনকণ্ঠের ভোলার চরফ্যাশন উপজেলার নিজস্ব সংবাদদাতা এআরএম মামুনকে একাধিবার হত্যার চেষ্টা ও হুমকির পর এবার মামুনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়েছে চরফ্যাশন পৌর শ্রমিক লীগের সভাপতি ও ইউপি সদস্য মফিজুল ইসলাম। রবিবার রাতে চরফ্যাশন থানায় মামলা দায়ের করা হয়। অথচ সাংবাদিক মামুন মফিজের বিরুদ্ধে গত ৭ জানুয়ারি চরফ্যাশন থানায় মামলা দায়ের করলেও কোন প্রতিকার পাননি। চরফ্যাশন থানার ওসি আবুল বাসার জানান, জিন্নাগড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুল ইসলাম বাদী হয়ে সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, সাংবাদিক মামুন ইউপি সদস্য মফিজের কাছে একটি উন্নয়ন কাজের বিষয়ে চাঁদা দাবি করেছে। সাংবাদিক মামুন জানান, প্রকাশিত সংবাদের জের ধরে গত ৫ জানুয়ারি তার ওপর হামলার চেষ্টা করা হয়। এ ব্যাপারে মামুন বাদী হয়ে ৭ জানুয়ারি চরফ্যাশন থানায় একটি জিডি করেছে। এতে করে মফিজ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সর্বশেষ ৭ ফেব্রুয়ারি থানার ে ভতরে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে হুমকি দেয় বলে জানান মামুন।
×