ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছাত্ররা টিফিনের টাকা দিল রমেকে বোমায় দগ্ধদের

প্রকাশিত: ০৬:২২, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

ছাত্ররা টিফিনের টাকা  দিল রমেকে বোমায় দগ্ধদের

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে পেট্রোলবোমায় দগ্ধ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২০ জনকে আর্থিক সহায়তা দিয়েছে একটি স্কুলের শিক্ষার্থীরা। এছাড়া রোটারি ক্লাব অব রংপুরও দিয়েছে আর্থিক সহায়তা। আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে ২০ রোগীর মাঝে ১২০০ টাকা করে মোট ২৪ হাজার টাকা তুলে দেন। সকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ একেএম হাসিনুর রহমানের নেতৃত্বে তারা বার্ন ইউনিটে যান এবং ওই টাকা রোগীদের হাতে তুলে দেন। এছাড়া রোটারি ক্লাবের পক্ষে সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আবজালুল হকের নেতৃত্বে একটি দল হাসপাতালের বার্ন ইউনিটে যান এবং ২০ জনের প্রত্যেককে ৫ হাজার করে মোট ১ লাখ টাকা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ জাকির হোসেন, হাসপাতালের পরিচালক আব্দুল বাতেন, বার্ণ ইউনিটের বিভাগীয় প্রধান ডাঃ মারুফুল ইসলাম, আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের কর্মকর্তা যথাক্রমে মোস্তফা আহমেদ, মোঃ ফজলুল হক, মনজুর আহমেদ আজাদ, চেম্বারের সাবেক জুনিয়র ভাইস প্রেসিডেন্ট রামকৃষ্ণ সোমানী ও স্কুল এ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ।
×