ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে সেতু ধসে নদীতে ॥ যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৬:২১, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

নীলফামারীতে সেতু ধসে নদীতে ॥  যোগাযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ধাইজান নদীর উপর নির্মিত কিশোরীগঞ্জ উপজেলার বড়ভিটা-জলঢাকা-কৈমারী সড়কের ধাইজান সেতুটি ধসে গেছে। রবিবার রাত ৮টার দিকে একটি মালবোঝাই ট্রাক পার হওয়ার সময় সেতুটির বাম পাশের একটি বড় অংশ ধসে পড়ে। এ ঘটনায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান জানান, ১৯৬৫ সালে ৬৫ ফুট দীর্ঘ ও ১৩ ফুট প্রস্থের ধাইজান সেতুটি গত পাঁচ বছর আগে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। উপজেলা পরিষদের উন্নয়নমূলক সভায় সেতুটি সংস্কারের কথা একাধিকবার তুলে ধরা হয়। কিন্তু কেউ এটি আমলেই নেয়নি। প্রত্যক্ষদর্শী মোশারফ হোসেন বাবুল জানান, রবিবার রাত ৮টার দিকে ওই পথে একটি মালবোঝাই ট্রাক পার হওয়ার সময় বিকট শব্দে সেতুটি ধসে নদীতে পড়ে গেলেও ভাগ্যক্রমে ট্রাকটি রক্ষা পায়। ঘটনার পর ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে জলঢাকা ও কিশোরীগঞ্জ উপজেলার প্রায় দুই লাখ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হবে এখন। এ ব্যাপারে কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সেতুটি ধসে পড়ায় ওই এলাকার মানুষ দুর্ভোগে পড়েছে। সেতুটি দ্রুত নির্মাণের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
×