ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডায়াবেটিসে মস্তিষ্কের ক্ষতি

প্রকাশিত: ০৬:১৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

ডায়াবেটিসে মস্তিষ্কের ক্ষতি

টাইপ টু ডায়াবেটিস জীবনী শক্তি ক্ষয় করে এবং মস্তিষ্কের সক্ষমতাকেও ধীরে ধীরে কমিয়ে ফেলে। নতুন এক গবেষণায় দেখা গেছে, এতে আক্রান্ত ব্যক্তিরা বুদ্ধিবৃত্তিক পরীক্ষায় খারাপ করে। এছাড়া তাদের আবেগ, আচরণ ও চিন্তার ওপর নিয়ন্ত্রণ কম থাকে। গবেষকরা পুরনো ৬০টি গবেষণাপত্র ঘেঁটে এবং ৯ হাজার ৮১৫ জন টাইপ টু ডায়াবেটিসে আক্রান্তদের ওপর গবেষণা চালিয়ে এ সিদ্ধান্তে উপনীত হন। বিশ্বব্যাপী প্রায় ৬০ কোটি মানুষ টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত। ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা বেড়ে ৮০ কোটিতে দাঁড়াবে। -ওয়েবসাইট।
×