ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে আবার ১ টাকার নোট

প্রকাশিত: ০৬:১৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

ভারতে আবার ১ টাকার নোট

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রতিবেশী দেশ ভারতে দু’দশক পর বাজারে ফিরছে এক টাকার নোট। হালকা মভ রঙের, আয়তাকার কাগুজে নোট। মাথার উপরে দু’পিঠেই বড় বড় করে লেখা ‘গবর্নমেন্ট অব ইন্ডিয়া’, সঙ্গে এক টাকার কয়েনের ছবি। নোটের পেছনে নানা ভাষায় লেখা ‘এক টাকা’। ১৯৯৪ সালের পর এই নোট আর বাজারে দেখা যায়নি। ওই সময় কেন্দ্রের নির্দেশেই দু’টাকা এবং পাঁচ টাকার নোটের মতো বাজার থেকে তুলে নেয়া হয়েছিল এক টাকার নোটও। কিন্তু ফের এক টাকার নোট ছাপার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। বেশভুষা বদলে, একেবারে নতুন বেশে শীঘ্রই বাজারে ফিরছে এই নোট। রিজার্ভ ব্যাংক এ কথা জানিয়েছে।
×