ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের বিজ্ঞানমেলার সমাপনী

প্রকাশিত: ০৫:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের বিজ্ঞানমেলার সমাপনী

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজে বিজ্ঞানমেলা-২০১৫-এর সমাপনী অনুষ্ঠান সোমবার ঢাকা সেনানিবাসের নিউ ডিওএইচএসের কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মেজর জেনারেল মোঃ আবদুল কাদির, ইঞ্জিনিয়ার-ইন-চীফ, বাংলাদেশ সেনাবাহিনীপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে মেডেল ও ক্রেস্ট বিতরণ করেন। ‘বৈজ্ঞানিক প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণকরণ’ প্রকল্পটি শ্রেষ্ঠ প্রকল্প হিসেবে নির্বাচিত হয়। প্রকল্পটি ষষ্ঠ শ্রেণীর লুবাব সাদাফ বেনজীরের নেতৃত্বে আরও চার ছাত্র প্রণয়ন করে। বিজ্ঞানমেলায় দু’জন বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবু বিন হাসান সুসান, রসায়নবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ড. ইশতিয়াক এম সায়ীদ, পদার্থবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্রিগে. জে. মোঃ শাহ আলম চৌধুরী, সভাপতি পরিচালনা পর্যদ, বিআইএসসি, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, বিআইএসসির অধ্যক্ষ কর্নেল (অব) মোঃ আনিসুর রহমান চৌধুরী, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। -আইএসপিআর
×