ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হরতালে তীব্র যানজট ভিআইপি সড়কে প্রধানমন্ত্রীকেও তিন দফা থামতে হলো

প্রকাশিত: ০৫:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

হরতালে তীব্র যানজট ভিআইপি সড়কে প্রধানমন্ত্রীকেও তিন দফা থামতে হলো

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের মধ্যে অন্যান্য দিনের মতো সোমবারও রাজধানীর মানুষকে যানজটে (ট্রাফিক জ্যাম) পড়তে হয়েছে। এই যানজটে সোমবার প্রধানমন্ত্রীর গাড়িবহরকেও নগরীর ৩টি স্থানে থামতে হয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব আশরাফুল আলম খোকন বাসসকে বলেন, প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রার আধাঘণ্টা আগে সংশ্লিষ্ট সড়ক ভ্যাকেট করার বিধান রয়েছে। কিন্তু সোমবার নগরীর সড়কগুলোতে তীব্র যানজট থাকায় সকালে প্রধানমন্ত্রীর গাড়িবহরের জন্য ভিআইপি সড়ক ভ্যাকেট করা সম্ভব হয়নি। এই পথ দিয়ে তিনি গণভবন থেকে সকাল পৌনে ১০টায় বাংলাদেশ সচিবালয়ের দিকে যাত্রা করেন। সচিবালয়ে সকাল ১০টায় তাঁর মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক ছিল। কিন্তু তীব্র যানজটের কারণে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রাণান্তকর চেষ্টার পরও নির্ধারিত যাত্রার আধাঘণ্টা আগে ভিআইপি সড়ক ভ্যাকেট করা সম্ভব না হওয়ায় প্রধানমন্ত্রীর গাড়িবহরকে ফার্মগেট, বাংলামোটর ও কাকরাইল মসজিদের কাছে থামতে হয়।
×