ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আয়ারল্যান্ডের অঘটন উইন্ডিজকে হারিয়ে

প্রকাশিত: ০৫:৪২, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

আয়ারল্যান্ডের অঘটন উইন্ডিজকে হারিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দেখাল আইসিসির সহযোগী সদস্য আয়ারল্যান্ড। সোমবার বিশ্বকাপের তৃতীয় দিনে ক্যারিবীয়দের বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নেয় আইরিশরা। আগে ব্যাট করে ৭ উইকেটে ৩০৪ রান সংগ্রহ করে উইন্ডিজ। জবাবে ৪৫.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড। ৯২ রানের দুরন্ত ইনিংস খেলে ইতিহাসগড়া জয়ের নায়ক পল স্টারলিং। বিশ্বকাপে আজ রয়েছে একটি ম্যাচ। ডুনেডিনে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্কটল্যান্ড। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯৮ রানে হারিয়ে উজ্জীবিত ব্রেন্ডন ম্যাককুলামের নেতৃত্বাধীন কিউই শিবির। সাম্প্রতিক সময়ে দারুণ ক্রিকেট খেলছে নিউজিল্যান্ড। সুতরাং কালকের মতো অঘটন না ঘটলে ম্যাচে নিশ্চিত ফেবারিট ব্ল্যাক ক্যাপসরা। দলটিতে দৃশ্যপট বদলে দেয়ার মতো একাধিক পারফর্মার রয়েছেন। আছেন রস টেইলর, কেন উইলিয়ামসন, আগের ম্যাচের নায়ক অলরাউন্ডার কোরি এ্যান্ডারসন, বল হাতে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ড্যানিয়েল ভেট্টোরিদের প্রত্যেকে ভয়ঙ্কর। সোমবার নেলসনে অসাধারণ এক সাফল্যই তুলে নেয় আয়ারল্যান্ড। ৮৭ রানে ৫ উইকেট পতনের পরও ওয়েস্ট ইন্ডিজকে তিন শ’র ওপরে নিয়ে যাওয়ার কৃতিত্ব লেন্ডল সিমন্স (১০২) ও ড্যারেন সামি (৮৯)। ষষ্ঠ উইকেট জুটিতে ২১.১ ওভারে ১৫৪ রান যোগ করেন তাঁরা। বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠ উইকেট জুটিতে তৃতীয় সর্বাধিক রান সংগ্রহের নজির এটি। আর সামির ৮৯ বিশ্বকাপে সাত নম্বরে নামা কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের নতুন রেকর্ড! আগেরটি ছিল পাকিস্তানের শহীদ মাহবুবের, ১৯৮৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৭ রান। বড় তারকা ক্রিস গেইল ফেরেন ৩৬ রান করে। আয়ারল্যান্ডের হয়ে স্পিনার জর্জ ডকরেল নেন ৩ উইকেট। এরপরও ক্যারিবীয়রা ৩০৪ রান করলে অনেকে ধরেই নিয়েছিলেন ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ একতরফাভাবেই জিতে নেবে। কিন্তু পল স্টারলিং, এড জয়েস ও নাথান ও’ব্রায়েনের তিন-তিনটি ম্যারাথন হাফ সেঞ্চুরিতে আরও একটি ইতিহাস রচনা করে আয়ারল্যান্ড। উদ্বোধনী জুটিতে ১৩ ওভারে ৭১ রান, এরপর ২ উইকেটে ১৭৭, ৩ উইকেটে ২৭৩! ম্যাচের নায়ক স্টারলিং ৮৪ বলে ৯২, অপর দুই তারকা এড জয়েস ৬৭ বলে ৮৪ ও নাথান ও’ব্রায়েন ৬০ বলে অপরাজিত থাকেন ৭৯ রানে। ৪.১ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় আইরিশরা। নিজেদের অতীতের ধারা অব্যাহত রেখে বিশ্বকাপে আরও একবার চমক সৃষ্টি করে তারা। এ নিয়ে বিশ্বকাপের ইতিহাসে তিনবার তিন শতাধিক রান টপকে জয় পেল আয়ারল্যান্ড। ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এমন ঘটনা মাত্র পাঁচটি, যার তিনটিতেই আয়ারল্যান্ডের নাম! গতবার ১০ম বিশ্বকাপেই দুইবারÑ ব্যাঙ্গালোরে ৩২৭ রান অতিক্রম করে কুলিন ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছিল তারা। একই আসরে হল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছিল ৩০৬ রান টপকে! এবার ৩০৪ রান অতিক্রম করে অনায়াস জয়। সত্যি অবিশ্বাস্য। তিন শ’র বেশি রান তাড়া করে জয়ের বাকি দুটি রেকর্ড শ্রীলঙ্কা (১৯৯২ সালে জিম্বাবুইয়ের বিপক্ষে) ও ইংল্যান্ডের (২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)। তবু এটিকে চমক বা অঘটন মানতে নারাজ উইলিয়াম পোর্টারফিল্ড। আইরিশ অধিনায়ক বলেন, ‘আমি এটাকে কোনভাবেই অঘটন হিসেবে দেখছি না। আমরা এ ম্যাচে জয়ের প্রস্তুতি নিয়েই এসেছিলাম। আমরা আরব আমিরাতের বিরুদ্ধে ম্যাচে নামার আগে জয় নিয়েই নামতে চেয়েছিলাম। সেখানে জিতে আবার আমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তেমন প্রত্যাশা নিয়েই নামতে চাই।’
×