ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নক্ষত্রের মতো পেঁচার চোখ!

প্রকাশিত: ০৪:২৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

নক্ষত্রের মতো পেঁচার চোখ!

চোখকে মনের জানালা বলে কিন্তু পেঁচা জিউসের ক্ষেত্রে তার চোখ যেন নক্ষত্রের জানালা। পাশ্চাত্যে ‘স্ক্রিচ’ পেঁচা অন্ধ হয় ফলে অন্য সাধারণ পেঁচার মতো তার চোখ হলুদ ও কালো নয়, তীব্র দৃষ্টিশক্তিও নেই এটার। যদিও তার চোখ খুব সুন্দর। জিউসের চোখ দেখলে মনে হয় যেন নক্ষত্রের প্রতিচ্ছবি। নীলের মাঝে সাদার ছটায় তার চোখ দুটি দেখলে রাতের আকাশের কথা মনে পড়ে। গোগোনিউজের এক প্রতিবেদনে প্রকাশ গ্রিক পুরাণের দেবতা জিউসের নামে এ পেঁচার নামকরণ করা হয়েছে। সূত্র: ওয়েবসাইট।
×