ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জনপ্রিয়তা বেড়েছে পুতিনের

প্রকাশিত: ০৪:২২, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

জনপ্রিয়তা বেড়েছে পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রতি জনসমর্থন এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। নতুন এক জনমত জরিপ ফলাফলে এ কথা বলা হয়েছে। রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ইউক্রেন সঙ্কটের মধ্যে এ জরিপ ফলাফল প্রকাশ করা হলো। -ওয়েবসাইটের চলমান অর্থনৈতিক সঙ্কট ব্যবস্থাপনায় পুতিনের নেয়া পদক্ষেপেও জনগণ সন্তুষ্ট বলে জরিপ ফলাফলে বলা হয়েছে। পাবলিক ওপিনিয়ন ফাউন্ডেশন এ জরিপ চালিয়েছে এবং শুক্রবার তা প্রকাশ করা হয়। এতে দেখা যাচ্ছে- জরিপে অংশ নেয়া শতকরা ৮৫ ভাগ মানুষ পুতিনের প্রতি আস্থা ব্যক্ত করেছে। চলতি বছরের গোড়ার দিকে এ সমর্থন ছিল শতকরা ৭৫ ভাগ। জরিপে অংশ নেয়া শতকরা ৮৪ ভাগ মানুষ বলেছে, রাশিয়ার নেতা হিসেবে পুতিন সঠিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। শুধু তাই নয়, জরিপে অংশ নেয়া লোকজনের মধ্যে শতকরা ৭৪ ভাগ বলেছে, পরবর্তী সপ্তাহে নির্বাচন হলে তারা তাকেই ভোট দেবেন।
×