ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দূরপাল্লার যাত্রা স্বাভাবিক

হরতাল-অবরোধে ট্রেনে বাসে আগুন

প্রকাশিত: ০৮:৩৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

হরতাল-অবরোধে ট্রেনে বাসে  আগুন

স্টাফ রিপোর্টার ॥ রবিবার হরতাল-অবরোধের মধ্যে রাতে নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকায় ট্রেনের দুটি বগিতে এবং ঢাকার গুলিস্তান ও নয়াবাজারে বিকেলে ও রাতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে শাহবাগে গণজাগরণ মঞ্চের কর্মসূচী চলাকালে দু’দফা বোমা বিস্ফোরিত হয়। নিরাপত্তার স্বার্থে রাত পৌনে বারোটার দিকে গণজাগরণ মঞ্চের মিডিয়া সেল তুলে দিয়েছে শাহবাগ থানা পুলিশ। এছাড়া সারাদেশে অবরোধ-হরতালে তেমন কোন প্রভাব নেই; যার প্রমাণ মিলল গাবতলী বাস টার্মিনালে যাওয়ার পর। টার্মিনালে থাকা ২১৬টি বাস কাউন্টারের মধ্যে অন্তত ২শ’টিই খোলা। কাউন্টারের সামনে যাত্রীদের জন্য রীতিমতো হাঁকডাক চলছে। যাত্রীরাও নির্বিঘেœ টিকেট কিনে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। শুধু রাতে জামায়াত-শিবির অধ্যুষিত জেলাগুলোতে দূরপাল্লার যানবাহনের চলাচল খানিকটা কম বলে জানালেন বাস কাউন্টারের টিকেট বিক্রেতারা। এমন চিত্র দেখা গেছে মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালেও। আর রাজধানীতে অবরোধ-হরতালেও ন্যূনতম কোন প্রভাব দেখা যায়নি। উল্টো রাজধানীজুড়ে ছিল তীব্র যানজট। এদিকে দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে এক শিবিরকর্মী নিহত হয়েছে। এছাড়া নাশকতাকারী, তাদের মদদ, অর্থ ও নির্দেশদাতা শতাধিক গ্রেফতার হয়েছে। অবরোধে ঢাকার চিত্র ॥ রাজধানীর গুলিস্তান ও নয়াবাজারে যাত্রীবাহী দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার বিকেলে ও রাতে এ ঘটনা ঘটে। রবিবার রাত ৯টার দিকে গুলিস্তানে ইসিটি ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো জ ১১-১১৯৩) অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর আগে বিকেল ৫টার দিকে পুরান ঢাকার নয়াবাজার মোড়ে স্কাইলাইন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন ও বংশাল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে এ দুটি ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে। নারায়ণগঞ্জ ॥ রেলস্টেশন এলাকায় রবিবার রাত সোয়া ১১টার দিকে ট্রেনের দুটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মঞ্জুর কাদের জানান, রাত সোয়া ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ২৩৮ ডাউন ট্রেন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকায় আসে। ট্রেনের যাত্রীরা নেমে গেলে একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে আগুনে ওই বগিটি পুড়ে যায়। এ সময় আগুন পাশের অপর একটি বগিতে ছড়িয়ে পড়ে। দিনাজপুর ॥ জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে পুলিশের ওপর হামলার ঘটনায় গুলিবিদ্ধ ছাত্রশিবির নেতা মতিয়ার রহমানের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রবিবার সকাল সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়। নিহতের বিরুদ্ধে তিনটি নাশকতার মামলা রয়েছে। বগুড়া ॥ জেলার শেরপুরে উপজেলা মহাসড়কে যানবাহন ভাংচুরকালে শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ শটগান থেকে রবার বুলেট ছোড়ে। পুলিশ বুলেটবিদ্ধ অবস্থায় রানা আহম্মেদ নামে এক শিবির ক্যাডারসহ ৩ শিবির সদস্যকে গ্রেফতার করেছে। এছাড়া অভিযানে বিএনপি-জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী গ্রেফতার হয়েছে। চট্টগ্রাম ॥ শনিবার রাতে জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জের বারইয়ারহাট এলাকায় অবরোধের সমর্থনে পেট্রোলবোমা মেরে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এতে দগ্ধ হয়েছেন ট্রাকের হেলপার নজরুল ইসলাম। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লা থেকে ভূষি নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল ট্রাকটি। জেলার বিভিন্ন জায়গা থেকে বিশেষ অভিযানে ১৩ জন আটক হয়েছে। এদিকে, চট্টগ্রামের টাইগারপাস এলাকা থেকে রাতে ১২টি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ। সিলেট ॥ সকাল সাতটার দিকে ছাত্রশিবির নেতাকর্মীরা নগরীর শেখঘাট এলাকায় পুলিশবাহী দুটি গাড়ি, দক্ষিণ সুরমায় দুটি ট্রাকে আগুন ও কয়েকটি সিএনজি ভাংচুর করে। এছাড়া দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে গাইবান্ধা থেকে ৯ জন, বরিশাল থেকে জেএমবির সমন্বয়কারী এবং ১০ মামলার পলাতক আসামি জাহিদুল বাবু ও নগরীর ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আরিফুল ইসলাম হাকিম, ঝিনাইদহ থেকে নাশকতায় অর্থের যোগানদাতা ঝিনাইদহ সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ একেএম কামাল ও জেলা বিএনপির প্রচার সম্পাদক চাল ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনসহ ৮ জন, সিরাজগঞ্জ থেকে ৮ জন, কুড়িগ্রাম থেকে জামায়াতের ভিতরবন্দ ইউনিয়নের আমির শাহরিয়ার হোসেনসহ ৩ জন, রাজশাহী থেকে নগরীর শাহ মখদুম থানা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহিলা পলিটেকনিকের শিক্ষক জফিরুল ইসলাম (৩৭), নওহাটা পৌর জামায়াতের আমির রফিকুল ইসলাম বকুল (৫০) এবং জামায়াতের রোকন আজিজুল হক ওরফে জঙ্গী আজিজুল (৫০) গ্রেফতার হয়েছে।
×