ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

‘সোনাই কাহিনী’ টেলিফিল্মে আঞ্জুমান

প্রকাশিত: ০৫:৫৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

‘সোনাই কাহিনী’ টেলিফিল্মে আঞ্জুমান

স্টাফ রিপোর্টার ॥ পল্লীকবি জসীম উদ্দীনের অমর সৃষ্টি ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যপোন্যাস অবলম্বনে হৃদয় মিডিয়াভিশনের ব্যানারে সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘সোনাই কাহিনী’। টেলিফিল্মের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা শাহীন রেজা। টেলিফিল্মে সোনাই চরিত্রে অভিনয় করেছেন নবাগতা আঞ্জুমান ও রূপাই চরিত্রে রূপদান করেছেন জিদান। এছাড়া আরও অভিনয় করেছেন মম আলী, অলকা সরকার, রেবেকা, আসমা খানম, স্বপ্নীল, অপূর্ব, ওয়াজেদ আলী, ডাঃ আমিন, সাইফুর রশিদ খান, আসমত, আল-আমিন, শিশুশিল্পী নাঈম ও সিয়া মনি। ‘সোনাই কাহিনী’ টেলিফিল্মে সোনাই চরিত্রের অভিনেত্রী আঞ্জুমান বলেন, চরিত্রটি অসাধারণ। অভিনেত্রী হিসেবে প্রথমেই সোনাইয়ের মতো চালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করে আমি তৃপ্ত। তিনি বলেন, আমি মূলত কবিতা লিখি। আর সে কারণেই কবি ও কবিতা সম্পর্কে আমার আগ্রহ। কৈশোরে যখন ‘নক্সী কাঁথার মাঠ’ পড়ি তখনই সোনাই চরিত্রটি নিয়ে আমি আগ্রহী হই। পরিচালক যখন এই চরিত্রে অভিনয় করার জন্য অনুরোধ করেন তখনই সাগ্রহে সম্মতি জানাই। মাটির গন্ধ লাগা সোনাইকে ফুটিয়ে তুলতে আমি আমার সমগ্র প্রচেষ্টাকে কাজে লাগিয়েছি। পরিচালক এবং ইউনিটের সহযোগিতা আমাকে উজ্জীবিত করেছে। ৫টি কাব্যগ্রন্থের রচয়িতা আঞ্জুমানের কবি এবং সাংবাদিক হিসেবে পরিচিতি গড়ে উঠলেও অভিনেত্রী হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ানো এই প্রথম। যদিও শৈশবে অভিনয়ের জন্য একাধিক আঞ্চলিক ও জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। প্রসঙ্গত, টেলিফিল্মটির শূটিং হয়েছে ঈশ্বরদীর পদ্মাপারের মনোরম লোকেশনে। টেলিফিল্মটির চিত্রগ্রহণ করেছেন আসাদ, রূপসজ্জায় ছিলেন রানা এবং আলোক নিয়ন্ত্রণে মামুন। এতে পরিচালকের বিশেষ সহযোগী এম, মোরশেদ, প্রধান সহকারী পরিচালক ছিলেন সীমান্ত সজল। টেলিফিল্মে কোরিওগ্রাফি করেছেন তুহিন হাসান। টেলিফিল্মটি সম্পাদনা করেছেন আলাউদিদন সাজু। কারিগরি সহযোগিতায় দিয়েছে উইজার্ড মিডিয়া। পরিচালক সূত্রে জানা গেছে আগামী পহেলা বৈশাখে প্রচারের লক্ষে নির্মিত হয়েছে। তিনি বলেন, ক্যামেরার সামনে নতুন হলেও আঞ্জুমান খুব ভালো কাজ করেছেন। তার কাজে আমরা সমস্ত ইউনিট সন্তুষ্ট।
×