ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জ নাট্যোৎসবে মঞ্চস্থ হলো ‘আওরঙ্গজেব’

প্রকাশিত: ০৫:৫২, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

মুন্সীগঞ্জ নাট্যোৎসবে মঞ্চস্থ  হলো ‘আওরঙ্গজেব’

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ নাট্যোৎসবের পঞ্চম দিন শনিবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় ঢাকার প্রাঙ্গণে মোর নাট্যদলের অন্যতম প্রযোজনা নাটক ‘আওরঙ্গজেব’। মোহিত চট্টোপাধ্যায় রচিত ‘আওরঙ্গজেব’ নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, তাওহিদ, শুভেচ্ছা, সারোয়ার আলম সৈকত, শিশির রহমান প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যায় ক্ষমতার লোভে পিতাকে বন্দি এবং ভাইদের হত্যা কিংবা বন্দি করতে দ্বিধা করেনি আওরঙ্গজেব। কিন্তু একই পরিণতির শিকার আওরঙ্গজেবের অনুশোচনা আসে শেষ বয়সে। পিতা সম্রাট শাহজাহানের পরিণতিই হয় তার। প্রসঙ্গত, ছয় দিনব্যাপী এ নাট্যোৎসবের আয়োজন করেছে অনিমিয়ত সাহিত্য ও সাংস্কৃতিকগোষ্ঠী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী। আয়োজক সংগঠনটির সভাপতি এ্যাডভোকেট সুজন হায়দার জনির সভাপতিত্বে এতে আরও অংশ নেন আকম গিয়াসউদ্দিন আহম্মেদ, অনন্ত হিরা, অভিজিৎ দাস ববি, মোহাম্মদ নাসিম, জাহাঙ্গীর আলম ঢালী, সাব্বির হোসাইন জাকির, মাহমুদ হাসান সাগর ও মুশফিক শিহাব প্রমুখ।
×