ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিশ্বকাপ ক্রিকেট বিনামূল্যে টুইটার ব্যবহারের উদ্যোগ গ্রামীণফোনের

প্রকাশিত: ০৫:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বকাপ ক্রিকেট বিনামূল্যে টুইটার ব্যবহারের উদ্যোগ গ্রামীণফোনের

বিশ্বকাপ ক্রিকেট চলাকালীন গ্রাহকদের বিনামূল্যে টুইটার ব্যবহারের সুযোগ করে দেয়ার জন্য গ্রামীণফোন, টুইটারের সঙ্গে একটি সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করেছে। ফেব্রুয়ারি ১৩ থেকে মার্চ ৩১ পর্যন্ত এই সেবা ব্যবহার করা যাবে। এই উদ্যোগের ফলে গ্রাহকরা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সঙ্গে যুক্ত থাকতে পারবেন প্রতিটি টুইটের সাহায্যে। নির্ধারিত সময়ে গ্রামীণফোন গ্রাহকেরা ঃরিঃঃবৎ.পড়স-এর মাধ্যমে টুইটার ব্যবহার করতে পারবেন কোন ডাটা চার্জ ছাড়াই। এ অফারটি ফেব্রুয়ারি ১৩ থেকে মার্চ ৩১ পর্যন্ত প্রযোজ্য। এই সেবার একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে টুইটার এ্যাকাউন্ট ছাড়াও গ্রাহকরা ক্রিকেটের স্কোর ও ধারাবিবরণীসহ ক্রিকেটীয় তথ্য জানতে পারবেন ঃরিঃঃবৎ.পড়স/র/পৎরপশবঃ ঠিকানায় গিয়ে। হ্যাশট্যাগ #ঈডঈ১৫-এর মাধ্যমে ব্যবহারকারী টুইটারের নতুন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টাইমলাইন ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড বা আইওএস এ টুইটার অ্যাপ বা ঃরিঃঃবৎ.পড়স/র/পৎরপশবঃ-এর মাধ্যমে মোবাইল ওয়েব এ। ব্যবহারকারীরা এ সময় প্রতিটি ম্যাচের হ্যাশট্যাগ যেমন #ওঘউাচঅক অথবা #অটঝাঊঘ-এ ব্যবহার করে বিশেষ টাইমলাইন ব্যবহার করতে পারবেন। -বিজ্ঞপ্তি
×