ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতির সঙ্গে ডব্লিউইউবি প্রতিনিধিদলের সাক্ষাত

প্রকাশিত: ০৫:৪২, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

রাষ্ট্রপতির সঙ্গে  ডব্লিউইউবি  প্রতিনিধিদলের  সাক্ষাত

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ডব্লিউইউবি) ভাইসচ্যান্সেলর প্রফেসর আবদুল মান্নান চৌধুরীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে। এ সময় প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে একথা বলেন। তাঁরা বলেন, প্রায় পাঁচ হাজার ৫শ’ ছাত্রছাত্রী বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগে পড়াশোনা করছে। এদের মধ্যে অর্ধেকই ছাত্রী। প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, নারীদের উচ্চ শিক্ষায় আগ্রহী করে তুলতে ছাত্রীদের টিউশন ফি ৫০ শতাংশ রেয়াত দেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।
×