ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

যেন সোনার হরিণ

প্রকাশিত: ০৫:৩৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

যেন সোনার হরিণ

সিটি কর্পোরেশন এলাকায় সার্ভিস দেয়ার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরের নির্ধারিত স্থানে এ্যাম্বুলেন্স থাকে না বলে অভিযোগ রয়েছে। এ্যাম্বুলেন্সের খোঁজে সেখানে গেলে দেখা মেলে মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা ও অন্যান্য যানের। ফলে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। সিটি কর্পোরেশন এলাকায় রোগী আনা-নেয়ার জন্য ৩শ’ টাকা চার্জ নির্ধারিত থাকলেও এ্যাম্বুলেন্স না পাওয়ায় তারা চড়া মূল্যে বেসরকারী সার্ভিস ব্যবহার করতে বাধ্য হন। ঢামেক চত্বর থেকে রবিবার ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×