ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না চাঁপাইয়ে ম্যাজিস্ট্রেট কোর্ট ভবন নির্মাণ কাজ

প্রকাশিত: ০৪:০৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না চাঁপাইয়ে ম্যাজিস্ট্রেট কোর্ট ভবন নির্মাণ কাজ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ভবন নির্মাণ কাজ। ইতোমধ্যেই পাঁচতলা ভবনের চার তলার অবকাঠামোগত কাজ শেষ হয়েছে। তবে ইতোমধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার সময় বাড়িয়ে ২০১৬ সালের জুন মাস করা হয়েছে। অথচও এ বছরের প্রথম দিকেই কাজ শেষ করার কথা ছিল। সরকারের উচ্চ পর্যায় থেকে তড়িঘড়ি কাজ শেষ করার একাধিক তাগিদ থাকার পরও গণপূর্ত বিভাগ বার বার সময় বাড়িয়ে চলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট বিভাগের একাধিক কর্মকর্তা জনকণ্ঠকে জানান, কয়েকজন কর্মকর্তার কারণে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত সর্বশেষ যে সময় বাড়িয়েছে তার মধ্যে কাজ শেষ হবে এমন কোন নিশ্চিয়তা নেই। সরকার বিচারিক কাজে গতি এনে বিচার প্রার্থীদের দীর্ঘদিনের হয়রানি লাঘবে চেয়েছিলেন যথাসময়ে কোর্ট ভবনের কাজ শেষ করতে। বারতলার ভিত্তিপ্রস্তর দিয়ে এই মুহূর্তে পাঁচতলা নির্মাণ করে কোর্ট চালু করার তাগিদ দিয়ে আসছে সরকার। ইতোমধ্যেই ১৮ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে মাথা উঁচু করা পাঁচতলা ভবন নির্মাণ কাজ শেষ করলেও এই মুহূর্তে কাজে কোন ধরনের গতি নেই। ফলে বাকি রয়েছে মেঝে তৈরিসহ মজেক বা টাইলস লাগানোর কাজ। এছাড়াও রয়েছে চুনকামসহ ভিতরের এজলাস, চেম্বারসহ নানান ধরনের সম্প্রসারণ কাজ।
×