ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ ক্লোজআপের তিন নাটক

প্রকাশিত: ০৬:২৪, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

আজ ক্লোজআপের তিন নাটক

স্টাফ রিপোর্টার ॥ কাছে আসার সাহসী গল্প নিয়ে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ওরাল কেয়ার ব্র্যান্ড ক্লোজআপ তৃতীয় বারের মতো কাছে আসার গল্প প্রতিযোগিতার আয়োজন করে। এ বছর ১ জানুয়ারি থেকে শুরু হয়েছিল ক্লোজআপ আয়োজিত ‘ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প’ প্রতিযোগিতা। প্রতিবারের মতো এবারও নির্বাচিত সেরা ৩ গল্প নিয়ে নির্মিত হয়েছে ভালবাসা দিবসের ৩ নাটক ‘চিনিগুড়া প্রেম’, ‘প্রতীক্ষা’, ‘আমি আকাশ পাঠাবো’। নাটকগুলো ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আজ বাংলাভিশন চ্যানেলে রাত ৮-৪৫ মিনিটে প্রচার হবে। এর মধ্যে ‘চিনিগুড়া প্রেম’ নাটকের গল্পকার রিয়াজুল আলম শাওন। নাটকটি পরিচালনা করেছেন গোলাম কিবরিয়া ফারুকী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহসান খান, নওরিন হাসান খান জেনি, শাহতাজ মনিরা হাশেম প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে ৪ বছর ধরে তীরু-আশফাকের প্রেম ঢিমে তালে চলছে। এমনি সময় চড়–ই পাখির চঞ্চলতা নিয়ে আশফাকের জীবনে আসে ফারিয়া। আর তারপরই সব ওলটপালট। তবে কার সঙ্গে তৈরি হয়েছিল আশফাকের কাছে আসার সাহসী গল্প। ‘প্রতীক্ষা’ নাটকের গল্পকার হৃদিতা ইসলাম। নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ। নাটকের কাহিনী এ রকম কৌশিককে ভালবাসে হৃদি। কিন্তু অলওয়েজ কনফিউজড কৌশিক কখনোই বোঝে না এই ভালবাসার অর্থ। একদিন হৃদি হারিয়ে যায়। ওকে হারিয়ে কৌশিক বুঝতে পারে হৃদি শুধু বন্ধুই ছিল না, ছিল আরও বেশিকিছু! এরপর অপেক্ষার প্রহর। ‘আমি আকাশ পাঠাবো’ নাটকের গল্পকার মেহরীন কবির। নাটকটি পরিচালনা করেছেন শাফায়েত মনসুর রানা। নাটকে অভিনয় করেছেন জন কবির, অপর্ণা ঘোষ প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে ব্যাডমিন্টন লিজেন্ড কোচ ফারহানের প্রেমে পড়ে যায় প্রমিজিং প্লেয়ার সারা। কিন্তু বিপতœীক ফারহানকে কিছুতেই মেনে নেবে না সারার পরিবার।
×