ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিস্ময় ঘটাবে ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ০৫:৫৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

বিস্ময় ঘটাবে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের আগে নিষ্প্রভ ওয়েস্ট ইন্ডিজ। যে কারণে অনেকেই তাদের বাতিলের খাতায় রেখে দিয়েছে। তবে উইন্ডিজদের হিসাবের খাতা থেকে বাদ দেয়া সমালোচনাকারীদের সতর্ক করে দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড। সেই সঙ্গে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যৌথভাবে আয়োজক একাদশতম আসরে ওয়েস্ট ইন্ডিজ বিস্ময় ঘটাতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। ১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর আর শিরোপার দেখা পায়নি তারা। আর সেই দুবার জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন ক্লাইভ লয়েড। ওয়েস্ট ইন্ডিজের সেই কিংবদন্তি ক্রিকেটার এবারের দলকে নিয়ে সন্তুষ্ট। এ বিষয়ে তিনি ক্লাইভ লয়েড বলেন, ‘আমি যখন খেলোয়াড়দের এখানে দেখি তখন তাদের নিয়ে অবশ্যই আমি গর্ব বোধ করে। কারণ এটা ক্রিকেটের সর্বোচ্চ আসর। আমি তাদের খুশি দেখতে চাই। আমি চাই বিশ্বকাপ জিততে তারা মাঠে নেমে প্রতিপক্ষের বিপক্ষে তাদের সর্বশক্তি প্রয়োগ করুক। আমি জানি অনেক মানুষই আমাদের সুযোগ দিতে চায় না। কিন্তু এটাও ঠিক এবার কি ঘটবে সেটা কেউই জানে না।’ বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের আগে তাদের পারফর্মেন্সও বাজে। যে কারণে ক্রিকেটের সর্বোচ্চ আসরের শিরোপা জয়ের আশা একেবারেই ক্ষীণ। তবে লয়েডের যুক্তি বিশ্বকাপের উদ্বোধনী আসরে আন্ডারডগ হওয়া সত্ত্বেও শিরোপা জয় করেছিল ওয়েস্ট ইন্ডিজ। একবার ক্যারিবীয় দলটি তাদের পারফর্মেন্সের ঝলক দেখাতে পারলে যে কোন দলের জন্যই হুমকি হয়ে দাঁড়াতে পারে। এ বিষয়ে ক্লাইভ লয়েড বলেন, ‘১৯৭৫ বিশ্বকাপ জয়ের মতো অবস্থায় আমরা ছিলাম না। মেলবোর্নে (১৯৯২) শিরোপা জয়ের মতো অবস্থায় পাকিস্তান ছিল না। ১৯৮৩ সালে জয়ের মতো অবস্থায় ছিল না ভারতও। গ্রুপ পর্বের একটি ম্যাচে জিম্বাবুইয়ের বিপক্ষে ৮০ রানেই ভারতের ৭ উইকেট পড়ে গিয়েছিল সেই সময় কপিল দেব একটি তাৎপর্যপূর্ণ ইনিংস খেলেছিলেন। আর তাতেই চ্যাম্পিয়ন হয় ভারত। ’বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে হেরে ওয়েস্ট ইন্ডিজ এখন অস্ট্রেলিয়ায়। শুধু তাই নয়, বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। তবে শেষ ম্যাচে স্কটল্যান্ডের কাছে তিন রানে জয় পায় ক্যারিবীয়রা। ডোয়াইন ব্রাভো এবং কাইরন পোলার্ডের মতো অলরাউন্ডার নেই দলটিতে। আন্তর্জাতিক ক্রিকেটে নতুন আগন্তুক জেসন হোল্ডারের নেতৃত্বে খেলবে দলটি। বর্তমান দলটির নির্বাচক কমিটির প্রধান মনে করছেন, ওয়েস্ট ইন্ডিজ অনেক প-িতকে ভুল প্রমাণ করতে পারে এবং ভাল একটা ফল উপহার দিতে পারে। তিনি বলেন, ‘আপনি কখনই এটা বলতে পারেন না। আমাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। আমরা যদি কেবলমাত্র এক সঙ্গে জ্বলে উঠতে পারি তাহলে অনেককেই বিস্মিত করতে পারি।’ ওয়েস্ট ইন্ডিজের ভক্ত-অনুরাগীরাও অপেক্ষায় এখন সেই চমক দেখার অপেক্ষায়। সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের অভিযান শুরু করবে উইন্ডিজরা।
×