ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘স্টেইন’ গান প্রস্তুত!

প্রকাশিত: ০৫:৫৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

‘স্টেইন’ গান প্রস্তুত!

স্পোর্টস রিপোর্টার ॥ গুঞ্জনটা উড়িয়ে দিলেন এ্যালান ডোনাল্ড। না, একেবারেই ঠিকঠাক আছেন ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ ‘সাদা বিদুত’ ডোনাল্ড জানালেন স্টেইনের কোন ইনজুরি সমস্যা হয়নি। বরং তাকে জিইয়ে রাখা হয়েছে বিশ্বকাপের চূড়ান্ত মঞ্চে শতভাগের চেয়েও বেশি জ্বলে ওঠার জন্য। এমনটাই জানালেন ডোনাল্ড। তার কাছ থেকে ১১০ ভাগ আদায় করে নিতেই মূলত একটি প্রস্তুতি ম্যাচে তাকে বসিয়ে রাখা হয়েছিল এবং প্রথম প্রস্তুতি ম্যাচে মাত্র ৭ ওভার বোলিং করানো হয়েছে। এমনকি একই কারণে তাকে শুক্রবার অনুশীলনেও খুব ছোট রানআপে বোলিং অনুশীলন করানো হয়েছে। দলের পেস বোলিংয়ের অন্যতম শক্তি স্টেইনকে এভাবেই জিইয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। রবিবার দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ জিম্বাবুইয়ের বিরুদ্ধে। বিশ্বকাপ অভিযান শুরু হবে এর মধ্যে দিয়েই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত মাসে হোমসিরিজে গোড়ালির ইনজুরির কারণে কুইন্টন ডি কক এবং হাঁটুর সমস্যায় থাকা জেপি ডুমিনি ইতোমধ্যেই সেরে উঠেছেন। এখন দু’জনই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। অবশ্য নিউজিল্যান্ডে পৌঁছার পর থেকেই অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের হিপে টান লাগার কারণে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি। আবার ফারহান বেহারডিয়েনও পিঠ ব্যথার কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামতে পারেননি। তবে এসব ছোটখাটো সমস্যাকে পেছনে ফেলে স্পটলাইটে মূলত স্টেইন। তাকে নিয়ে প্রোটিয়া শিবির গত কয়েক দিন বেশ রহস্যজনক আচরণই করেছে। দক্ষিণ আফ্রিকার একটি স্থানীয় পত্রিকার দাবি নেটে প্র্যাকটিসের সময় স্টেইন আঘাত পেয়েছেন এবং হ্যাগলি ওভালের মাঠ ছেড়েছেন অন্যের সহায়তায়। সে সময় মাঠে সাংবাদিক উপস্থিতি ছিল না বলে বিষয়টি নজরে আসেনি কারও এমনটাই দাবি ওই পত্রিকার। কিন্তু প্রোটিয়া শিবির এটাকে পুরোপুরি অস্বীকার করেছে এবং তারা জানিয়েছেন স্টেইনকে পরিপূর্ণ বিশ্রাম দেয়া হয়েছে তার কাছ থেকে ভাল কিছু বের করে আনার জন্যই। এ বিষয়ে ডোনাল্ড বলেন, ‘সবাই খুব ভাল আছে। আমরা ডেলকে আগের ম্যাচে বিশ্রাম দিয়েছি এটা নিশ্চিত করার জন্য যে তিনি যেন মূল ম্যাচে নিজের ১১০ ভাগ দিতে সক্ষম হন।’ এরপরও স্টেইনের বিষয়ে কারও মাথা ব্যথা কমেনি। জিম্বাবুইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি থাকবেন তো একাদশে? সত্যিই যদি তিনি না নামতে পারেন এদিন সেক্ষেত্রে প্রায় নিশ্চিত হয়ে যাবে মারাত্মক সমস্যাতেই পড়েছেন স্টেইন। স্টেইন না খেললে কাইল এ্যাবোট আর ওয়েন পারনেল দু’জনই একাদশে থাকবেন। এ বিষয়ে ডোনাল্ড বলেন, ‘জিম্বাবুইয়ে কোনভাবেই ছোট কোন দল নয়। তারা আইসিসির পূর্ণ সদস্য, সবসময়ই বড় কিছু করার রাস্তাটা ভালভাবেই চেনা আছে দলটির। কোন দলেরই সুযোগ নেই জিম্বাবুইয়েকে ছোট করে দেখার। আমরা তাদের খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। তবে আমরা অবশ্যই শিরোপা জয়ের ক্ষেত্রে এখানে ফেবারিট হিসেবেই এসেছি। আমরা চোকার্স তকমাটা যেভাবেই হোক এবার কাটাতে উদগ্রীব। আইসিসির কোন শিরোপা না জেতা পর্যন্ত এই তকমাটা যাবে না। আমরা এবার সে জন্যই নামব এবং প্রমাণ করব আমরা চোকার্স নই।’
×