ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নৌবাহিনীর বার্ষিক কিরাত ও আজান প্রতিযোগিতা

প্রকাশিত: ০৫:৪৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

নৌবাহিনীর বার্ষিক  কিরাত ও আজান  প্রতিযোগিতা

বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক কিরাত ও আজান প্রতিযোগিতা-২০১৫ শুক্রবার ঢাকা সেনানিবাস নৌবাহিনী ঘাঁটি হাজী মহসীন মসজিদে সমাপ্ত হয়েছে। ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী দিনে সহকারী নৌবাহিনী প্রধান (ম্যাটেরিয়াল) রিয়ার এডমিরাল এস এ এম আরশাদুল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। কিরাত প্রতিযোগিতায় বানৌজা ঈসাখান দলের এম ইবাদুর রহমান প্রথম, পেট্রোল ক্রাফট স্কোয়াড্রনের এম জাকির হোসেন দ্বিতীয় এবং বানৌজা তিতুমীর দলের এম মনিরুজ্জামান তৃতীয় স্থান অধিকার করেন। অপরদিকে, আজান প্রতিযোগিতায় পেট্রোল ক্রাফট স্কোয়াড্রনের জাকির হোসন প্রথম, বানৌজা ঈসাখান দলের এম কফিল উদ্দিন, দ্বিতীয় এবং বানৌজা তিতুমীর দলের এম মনিরুজ্জামান তৃতীয় স্থান অধিকার করেন। -আইএসপিআর
×