ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রে নাম নিবন্ধন করা যাবে

প্রকাশিত: ০৫:৩৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রে নাম নিবন্ধন করা যাবে

স্টাফ রিপোর্টার ॥ বিদেশে চাকরি নিয়ে যেতে ইচ্ছুক কর্মীদের নাম নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রগুলো থেকেও বিদেশগমনেচ্ছুরা নাম নিবন্ধন করতে পারবেন। অনলাইনে নিবন্ধনের জন্য ঢাকা ও জেলা শহরে আসতে হবে না। এই ঘোষণার পর ঢাকা ও জেলা শহরগুলোতে নিবন্ধনের জন্য ভিড় কমে যায়। এর আগে নাম নিবন্ধনের জন্য দেশের বেশ কয়েকটি এলাকায় ভাংচুরের মতো ঘটনা ঘটেছে। ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনেও হট্টগোল হয়েছে। পরে নিরাপত্তা রক্ষীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ কারণে বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নাম নিবন্ধনের সময় বাড়িয়ে দেয়। মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশগমনেচ্ছু ব্যক্তিগণ অফিস চলাকালীন সৌদি আরবসহ বিশ্বের যে কোন দেশে যাওয়ার জন্য বিএমইটির অধীন সকল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে অবস্থিত ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের মাধ্যমে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে পারবেন। এর বাইরে বিএমইটির ওয়েবসাইটের (িি.িনসবঃ.মড়া.নফ) মাধ্যমেও অনলাইন নিবন্ধন করতে পারবেন বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়। মালয়েশিয়া যাওয়ার জন্য আগে যারা নিবন্ধন করেছেন তাদের দ্বিতীয়বার নিবন্ধন করার কোন প্রয়োজন নেই। নিবন্ধন করতে গিয়ে তাড়াহুড়া করতেও নিরুৎসাহিত করা হয় ওই বিজ্ঞপ্তিতে। মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসগুলোতে ভিড় শুরু হয়। বিদেশে যাওয়ার জন্য নিবন্ধন করা নিয়ে দেশের বেশ কয়েকটি এলাকায় ভাংচুরের মতো ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৃহস্পতিবার এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সৌদি আরবে গৃহকর্মী নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই অনলাইনে নিবন্ধন করার জন্য ৪ দিনের সময়সীমা বেধে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর থেকে অনলাইনে নিবন্ধন করার জন্য বেকার যুবকরা ঝাঁপিয়ে পড়েন। রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনেও ছিল বিদেশ গমনেচ্ছুদের উপচে পড়া ভিড়। এই ভিড় সামলাতে ভবনের নিরাপত্তা রক্ষীদের হিমশিম খেতে হয়। এই অবস্থায় মন্ত্রণালয় বাধ্য হয়ে অনলাইনে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকেও নাম নিবন্ধন করা যাবে এমন ঘোষণুুুা দেয়া হয়। এ পর্যন্ত কত সংখ্যক মানুষ নাম নিবন্ধন করেছেন তা জানা যায়নি। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলেছে, মালয়েশিয়া যাওয়ার জন্য ২০ লাখ মানুষ নাম নিবন্ধন করেছিল। এবার সৌদি আরবের জন্য নাম নিবন্ধনের সংখ্যা তার চেয়ে কম হবে না।
×