ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অস্ত্র বিক্রিতে শিশু ব্যবহার ॥ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৪:৩০, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

অস্ত্র বিক্রিতে শিশু ব্যবহার ॥ অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে কৌশল পাল্টেছে অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসীরা। অস্ত্র বিক্রির কাজে ব্যবহার করা হচ্ছে শিশুদের। বুধবার রাতে ফতুল্লা থানা পুলিশ অভিযান চালিয়ে চারটি পিস্তল,৮ রাউন্ড গুলি উদ্ধার করে এবং তিন শিশুসহ ৬ জনকে গ্রেফতার করেছে। প্রথমে ফতুল্লায় স্কুলব্যাগে ভরে ৫ রাউন্ড গুলিভর্তি রিভলবারসহ ধরা পড়ে ২ শিশু ও এক তরুণ। পরে তাদের দেয়া তথ্যে পুলিশ বুধবার রাতে ঢাকার দক্ষিণ বাড্ডায় অভিযান চালিয়ে আরো তিনটি পিস্তল,৩ রাউন্ড গুলিসহ এক শিশু ও ২যুবককে গ্রেফতার করে। ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ বুধবার রাত পৌনে ১২টায় জেলা পুলিশ সুপার অফিসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, ঢাকার দক্ষিণ বাড্ডা থেকে আল আমিন(১০),শাকিল(১১) নামে ২ শিশু স্কুলব্যাগের ভেতরে অস্ত্র নিয়ে ইমরান (১৮) নামে এক তরুণের সঙ্গে ফতুল্লায় আসে বিক্রি করতে । ইমরান এক সময় ফতুল্রা চৌধুরী বাড়ি থাকতো। ইমরান তাদের নিয়ে আসে তার বন্ধু মাইদুলের কাছে। ফতুল্লা প্রেসক্লাব সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহকে জানায় মাইদুল। ওবায়েদ উল্লাহ ক্রেতা সেজে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের কাছ থেকে বিক্রির জন্য আনা ৫ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ দক্ষিণ বাড্ডায় অভিযান চালিয়ে আরো তিনটি পিস্তল,৩ রাউন্ড গুলি ও ৬টি ম্যাগাজিন উদ্ধার করে এবং গ্রেফতার করে আরো তিনজনকে। এরা হচ্ছে- জিসান (১২), বশির (২৫) ও মাসুদ(২৮)। গ্রেফতার হওয়া বাড্ডার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আল আমিন ও সপ্তম শ্রেণীর ছাত্র শাকিল সাংবাদিকদের জানান,তারা ঘরের পেছনে গর্ত করে এবং মুরগির খোঁয়াড়ে অস্ত্র লুকিয়ে রাখতো। বড়ভাইরা তাদের কাছে এই অস্ত্র রাখতে দেয়।
×