ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নাটোরে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে বিএনপি ও যুবদল কর্মী নিহত

প্রকাশিত: ০৫:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০১৫

নাটোরে ককটেল  বানাতে গিয়ে  বিস্ফোরণে  বিএনপি ও যুবদল কর্মী নিহত

সংবাদদাতা, নাটোর, ১১ ফেব্রুয়ারি ॥ নাটোর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবদল ও বিএনপির দুই কর্মী আহত হয়েছে। পরে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তলসহ ককটেল ও পেট্রোলবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর এএসপি জামিল আল নাছের জানান, বুধবার বিকেলের দিকে হালসা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে আবুল কালাম আজাদের বাড়িতে তার ছেলে আরিফ ও আরিফের খালাত ভাই জুয়েল ককটেল তৈরি করছিল। হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হলে তারা দু’জনই আহত হয়। খবর পেয়ে র‌্যাব, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়। পরে বাড়িটিতে তল্লাশি করে আমেরিকার তৈরি একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ২০ গ্রাম গানপাউডার, পেট্রোল বোমা তৈরির ২০টি বোতল ও ২টি জর্দার কৌটা উদ্ধার করে র‌্যাব। আরিফ যুবদল কর্মী এবং জুয়েল বিএনপি কর্মী বলে দাবি করে র‌্যাব জানায়, জুয়েল দীর্ঘদিন থেকেই আরিফের বাড়িতে আত্মগোপন করেছিল।
×