ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত

প্রকাশিত: ০৫:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০১৫

বিএসএফের  গুলিতে দুই  বাংলাদেশী  নিহত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১১ ফেব্রুয়ারি ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত ও একজন আহত হয়েছে। বুধবার ভোর পাঁচটার দিকে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলো- মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের মিরাজ ম-লের ছেলে আমিরুল ইসলাম (৩৫) ও জলুলী গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে ফয়েজ হোসেন (৪০)। আহত আবুল কাশেম নামে একজনকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বিজিবি ২৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার ভোরে একদল গরু ব্যবসায়ী লেবুতলা সীমান্তের ৫১/৬ এস নং পিলারের পাশ দিয়ে অবৈধভাবে কাঁটাতারের বেড়া পার হয়ে ভারত থেকে গরু নিয়ে ফিরছিল। সে সময় ভারতের উত্তর চব্বিশ পরগনার কাশীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়। আহত হয় আবুল কাশেম নামে আরও একজন। সে পালিয়ে এসে প্রথমে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এ হতাহতের ঘটনায় নিন্দা, প্রতিবাদ ও নিহতদের লাশ ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। অন্যদিকে নিহত দুই বাংলাদেশীর লাশ ভারতে ময়নাতদন্ত শেষে ফেরত দেয়া হবে বলে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে জানিয়ে দিয়েছে বলে তিনি জানান।
×