ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ থেকে জাহাজ নিতে চায় মালদ্বীপ বিডিনিউজ ॥ উপকূলরক্ষী বাহিনীর জন্য ব

প্রকাশিত: ০৯:০৩, ১১ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশ থেকে জাহাজ নিতে চায় মালদ্বীপ  বিডিনিউজ ॥ উপকূলরক্ষী বাহিনীর জন্য ব

বিডিনিউজ ॥ উপকূলরক্ষী বাহিনীর জন্য বাংলাদেশ থেকে জাহাজ নেয়ার আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে জাহাজ কেনার আগ্রহের কথা জানান মালদ্বীপের চীফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আহমেদ সিয়াম। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আহমেদ সিয়াম খুলনা শিপইয়ার্ড পরিদর্শন করে প্রশংসা করেছেন। তিনি খুলনা শিপইয়ার্ড থেকে মালদ্বীপের কোস্টগার্ডের জন্য অফশোর জাহাজ কেনার কথা বলেছেন।’ সাক্ষাতের সময় আহমেদ সিয়াম মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশীরা সেখানকার অর্থনীতিতে অবদান রাখছে বলে মন্তব্য করেন। মালদ্বীপের চীফ অব ডিফেন্স ফোর্স বিভিন্ন দেশে বাংলাদেশের শান্তিরক্ষীদেরও প্রশংসা করেন। সম্প্রতি মালদ্বীপে সুপেয় পানির সঙ্কট দেখা দিলে বাংলাদেশ থেকে বিশুদ্ধ পানি পাঠানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মালদ্বীপের সেনাপ্রধান। এ সময় মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার এবং পিএসও লে. জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক উপস্থিত ছিলেন।
×