ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাহাতকে ঘিরে প্রত্যাশা!

প্রকাশিত: ০৫:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০১৫

রাহাতকে ঘিরে প্রত্যাশা!

স্পোর্টস রিপোর্টার ॥ ফাস্ট বোলার জুনায়েদ খানের পরিবর্তে বিস্ময়করভাবেই পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন রাহাত আলী। এক বিবৃতির মাধ্যমে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাকিস্তান দলের এ পরিবর্তনকে অনুমোদন দিতে হবে আইসিসি’র টেকনিক্যাল কমিটিকে। তারপরই কেবল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া বিশ্বকাপে খেলতে পারবেন রাহাত আলী। রাহাত এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে মাত্র একটি এক দিনের ম্যাচ খেলেছেন। তবে সাত বছরের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের এ দলের হয়ে ১১ টেস্ট ম্যাচে অংশ নিয়েছিলেন। সর্বশেষ শারজায় নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হয়ে টেস্ট খেলেছিলেন এই বাঁহাতি। তবে চমকের বিষয় হলো গত মাসে বিশ্বকাপের জন্য ত্রিশ সদস্যের যে দল ঘোষণা করেছিল পাকিস্তান। শক্তিশালী সেই দলেও জায়গা হয়নি রাহাত আলীর। তবে এর পেছনে মূল কারণ হলো পাকিস্তান দলের নিষ্প্রভ পারফর্মেন্স। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান। আর সেই দুটি ম্যাচেই লজ্জাজনকভাবে পরাজয় দেখে মিসবাহ-আফ্রিদিরা। যে কারণেই নির্বাচকদের বাধ্য করে ইনজুরিতে আক্রান্ত জুনায়েদ খানের পরিবর্তে রাহাত আলীকে বিশ্বকাপ দলে জায়গা দেয়া। এর আগে ফিটনেস ঘাটতির কারণে পাকিস্তান দল থেকে সরিয়ে দেয়া হয়েছিল জুনায়েদেকে। ১৫ জানুয়ারি লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনুশীলন সময় হাঁটুর ইনজুরিতে পড়েন জুনায়েদ। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে নিজেকে প্রত্যহার করে নেন তিনি। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান। ৯ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। এর দুই দিন পর ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপের একাদশতম আসর। তবে পাকিস্তান মাঠে নামবে তার একদিন পর। প্রথম দিনেই তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। আর ভারত-পাকিস্তানের এই ম্যাচ দেখার জন্য উদগ্রীব হয়ে আছে ক্রিকেট বিশ্ব। তার প্রমাণ ইতোমধ্যেই পাওয়া গেছে। কেননা বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচের টিকেট মাত্র ২০ মিনিটেই শেষ হয়ে যায়। আর তাতেই প্রমাণিত হয় যে, ভারত-পাকিস্তানের লড়াই মানে শুধুই বিনোদন নয় তার চেয়েও বেশি কিছু।
×