ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফলের শরবত ...

প্রকাশিত: ০৫:৩৮, ১১ ফেব্রুয়ারি ২০১৫

ফলের শরবত ...

পেশায় শরবত বিক্রেতা মুসলিম মিয়া (৩৫) প্রায় সাত বছর ধরে এই ব্যবসা করছেন। তিনি পুরান ঢাকার চকবাজারে মৌসুমী ফলের পাশাপাশি ফলের শরবত বিক্রি করেন। মুসলিম মিয়ার বাপ-দাদাও ফলের শরবত বিক্রি করতেন। মুসলিমের পরিবারের শরবত বিক্রির ঐতিহ্য প্রায় ৪০ বছরের। দুই ছেলে আর এক মেয়ে নিয়ে মুসলিমের সংসার চলে এই শরবত বিক্রির আয়ে। পাকা পেঁপে, আনারস প্রভৃতি কেটে প্লেটে সাজিয়ে বিক্রি করেন তিনি। প্রতি প্লেটের দাম ১০-২০ টাকা। এছাড়া প্রতি গ্লাস শরবত পাওয়া যায় মাত্র ১০ টাকায়। চকবাজার থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×