ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাশকতা ॥ বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীসহ গ্রেফতার দুই শতাধিক

প্রকাশিত: ০৫:১৭, ১১ ফেব্রুয়ারি ২০১৫

নাশকতা ॥ বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীসহ গ্রেফতার দুই শতাধিক

স্টাফ রিপোর্টার ॥ প্রায় স্বাভাবিক হয়ে গেছে সারাদেশের যানবাহন চলাচল। ঢাকার কমলাপুরে নিয়মিত ট্রেন, সদরঘাটে লঞ্চ আর মহাখালী, সায়েদাবাদ ও গাবতলীতে দূরপাল্লার বাসের যাতায়াত ছিল স্বাভাবিক। খানিকটা আতঙ্কের মধ্যে হলেও জনগণকেও অনেকটাই নির্বিঘেœ দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চে যাতায়াত করতে দেখা গেছে। এদিকে দেশব্যাপী যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানে বগুড়ায় নিজ বাড়িতে বোমা বানানোর সময় আহত এক ছাত্রদল কর্মী ও পেশাদার বোমাবাজ, সোমবার মুন্সীগঞ্জের গজারিয়ায় সরকারী ফ্রি বই বহনকারী ট্রাকে পেট্রোলবোমা মেরে আগুন দেয়ার ঘটনার সঙ্গে জড়িত দুই বিএনপি নেতাসহ দুই শতাধিক গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে ককটেল, দেশীয় অস্ত্রশস্ত্র ও পেট্রোলবোমা। এদিকে কড়া নিরাপত্তার কারণে দেশের কোথাও তেমন কোন বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। অবরোধ-হরতালে রাজধানীর চিত্র ॥ চলমান অবরোধ-হরতালে রাজধানীতে ছিল তীব্র যানজট। ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালতসহ সবকিছুই ছিল স্বাভাবিক। মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। সদরঘাট ও কমলাপুরে নিয়মিত লঞ্চ ও ট্রেন যাতায়াত করেছে। রাজধানীর মোহাম্মদপুরে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে গাবতলী থেকে আশুলিয়া বেড়িবাঁধগামী চ্যাম্পিয়ন পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস লোহারগেট এলাকায় পৌঁছলে ককটেল হামলা হয়। এতে বোমার স্পিøন্টার বিদ্ধ হয়ে আমিনুল ইসলাম নামে এক যাত্রী আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আমিনুল ইসলাম আশঙ্কামুক্ত। মুন্সীগঞ্জ ॥ গত সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার জামালদি এলাকায় সরকারী ফ্রি বই বহনকারী ট্রাকে পেট্রোলবোমা মেরে আগুন দিয়ে বই পুড়িয়ে দেয়ার ঘটনায় মঙ্গলবার ভোরে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আহাদ আলী মাস্টার ও ভবেরচর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন সরকারকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। বইগুলো লক্ষীপুরের রায়পুর, রামগতি, কমলনগরে যাচ্ছিল। আগুনে প্রাথমিক শিক্ষা বোর্ডের ৩৭ হাজার ৮শ’ ৮টি ফ্রি বই পুড়ে ও আগুন নেভানোর কারণে পানিতে নষ্ট হয়ে যায়। এতে বিপাকে পড়ে বইগুলোর আশায় থাকা শিক্ষার্থীরা। সরকারকে নতুন করে বইগুলো ছাপাতে মোটা অঙ্কের টাকা গচ্চা দিতে হচ্ছে। সিলেট ॥ অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও তার পরিবারের সদস্যরা। নাশকতাকারীরা তার বাসার মূল ফটকের কাছে ল্যাম্পপোস্টের নিচে একটি শক্তিশালী তাজা বোমা পেতে রাখে। বিকেল সাড়ে ৫টার দিকে বোমার মতো কিছু বাড়ির লোকজনের নজরে আসে। খবর পেয়ে পুলিশ বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে ফেলে। বোমাটি খুবই শক্তিশালী ছিল বলে পুলিশ জানায়। পরিকল্পিত নাশকতার উদ্দেশেই সরকারবিরোধী কোন সন্ত্রাসী গোষ্ঠী বোমাটি তার বাসায় পেতে রেখেছিল বলে অভিযোগ করেছেন শফিকুর রহমান চৌধুরী। বগুড়া ॥ জেলা সদরের গোকুলের ধাওয়াপাড়া এলাকায় মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে বসে ককটেল বানানোর সময় বিস্ফোরণে ছাত্রদল কর্মী ও পেশাদার বোমা তৈরিকারক খায়রুল ইসলাম সোহাগ (২৫) নামে সরকারী আযিযুল হক কলেজের শিক্ষার্থী আহত হয়। আহত সোহাগকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধা ॥ মঙ্গলবার সকাল সাতটার দিকে জেলার সাদুল্যাপুর উপজেলায় ধাপেরহাট চ-ীপুর এলাকায় সার ও ইস্পাত বোঝাই দুটো ট্রাকে পেট্রোলবোমা হামলা করে অবরোধকারীরা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে সার ও ট্রাকের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা শহর থেকে শিবিরের কুখ্যাত বোমাবাজ তাসকিনুর ইসলাম স্বপনসহ (২২) ১৬ জন গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে বোমা তৈরির সরঞ্জাম। ঝালকাঠি ॥ সোমবার রাত সাড়ে তিনটার দিকে জেলার নলছিটি উপজেলা পরিষদের গ্যারেজে থাকা চেয়ারম্যানের সরকারী পাজেরো জীপটি পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। ভোলা ॥ সোমবার রাত সাড়ে বারোটার দিকে জেলার চরফ্যাশন সড়কে একটি ট্রাক ভাংচুর ও একটি ট্যাংকলরিতে আগুন দেয় অবরোধকারীরা। রাজশাহী ॥ সোমবার দিবাগত রাত একটার দিকে জেলার মতিহার থানার অক্টোর মোড়ে ও পুঠিয়ার বানেশ্বর এলাকায় চলন্ত বাস ও ট্রাকে বোমা হামলা করে নাশকতাকারীরা। এতে বাস ও ট্রাকের চালক এবং হেলপারসহ ৫ জন আহত হন। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহতরা প্রাথমিকভাবে আশঙ্কামুক্ত। যৌথ বাহিনীর অভিযানে জামায়াত নেতাসহ ১৪ জন গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে ৪টি ককটেল ও ১০টি হাসুয়া। জয়পুরহাট ॥ সোমবার রাত দেড়টার দিকে জেলা রেলস্টেশনের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। যৌথ বাহিনীর অভিযানে একাধিক মামলার আসামি বিএনপি নেতা ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক আবু রায়হানসহ ৩ জন গ্রেফতার হয়েছে। নাটোর ॥ জেলা এলজিইডি ভবনের সামনে মঙ্গলবার দুপুর বারোটার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া গুরুদাসপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। যৌথ বাহিনীর অভিযানে উপজেলা জামায়াতের আমীরসহ ৮ জনকে গ্রেফতার হয়েছে। এদিকে দেশব্যাপী যৌথ বাহিনীর চলমান সাঁড়াশি অভিযানে রাজধানী ঢাকার ধানম-ি থেকে ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারীসহ ২৪ জন গ্রেফতার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে উদ্ধার হয়েছে ৪টি তাজা ককটেল। নোয়াখালীর মাইজদীর ল-ইয়ার্স কলোনির একটি বাসা থেকে গোপন বৈঠক করার সময় জামায়াতের মহিলা শাখা ইসলামী ছাত্রী সংস্থার ৫ কর্মী গ্রেফতার হয়েছে। সাতক্ষীরায় বোমাবাজির সময় হাতেনাতে ধরাপড়া জেলাটির শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন জামায়াতের আমির আমিনুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বগুড়ার সারিয়াকান্দি থেকে যুবদলের ২ জন, দিনাজপুরের চিরিরবন্দর সীমান্তে পেট্রোলবোমা নিয়ে নাশকতা চালানোর সময় হাতেনাতে দুই নাশকতাকারীকে ধরে পুলিশে দেয়া হয়েছে বলে জনকণ্ঠকে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। এছাড়াও যৌথ বাহিনীর অভিযানে জেলাটির বিভিন্ন জায়গা থেকে ১৭ জন, চট্টগ্রাম থেকে ২১ জন, গোপালগঞ্জ থেকে জেলার কাশিয়ানী উপজেলা জামায়াতের রোকন ও পিঙ্গলীয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা মজিবুর রহমান (৫০) এবং মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাইয়ুম মুন্সীসহ ৩ জনকে আটক করা হয়েছে। মাদারীপুর থেকে উদ্ধার হয়েছে ২টি পেট্রোলবোমা। আর সিরাজগঞ্জের বেলকুচিতে ককটেল হামলার ঘটনায় সলঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাসেল আহমেদসহ ৬ জন, পঞ্চগড় থেকে ৭ জামায়াত-শিবির নেতাকর্মীসহ দুই শতাধিক গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে অবরোধ হরতালে নাশকতাকারী ছাড়াও নাশকতার মদদদাতা, অর্থের যোগানদাতা, আশ্রয়-প্রশয়দাতা বিএনপি-জামায়াত-শিবির নেতাকর্মী ছাড়াও পেশাদার সন্ত্রাসীও রয়েছে। পেশাদার সন্ত্রাসীরা বিএনপি-জামায়াত-শিবিরের স্থানীয় প্রভাবশালী নেতাদের নির্দেশে আর টাকার বিনিময়ে পেট্রোলবোমা ও ককটেল মেরে সাধারণ মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করছে। ভাংচুর অগ্নিসংযোগ করছে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনে।
×