ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তোসরিফা ইন্ডাস্ট্রিজের আইপিও অনুমোদন

প্রকাশিত: ০৫:০৩, ১১ ফেব্রুয়ারি ২০১৫

তোসরিফা ইন্ডাস্ট্রিজের আইপিও অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তোসরিফা ইন্ডাস্ট্রিজকে পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের অনুমোদন দিয়েছে বিএসইসি। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৬৩ কোটি টাকা সংগ্রহ করবে। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৮তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার ২০০টি শেয়ার ছাড়বে। ফেস ভ্যালু ১০ টাকার সঙ্গে ১৬ টাকা প্রিমিয়াসহ প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ টাকা। ফলে পুঁজিবাজার থেকে কোম্পানিটি ৬৩ কোটি ৮৭ লাখ ২১ হাজার ২০০ টাকা সংগ্রহ করবে।
×