ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেপার প্রসেসিংয়ের মূলধন বৃদ্ধির আবেদন নাকচ

প্রকাশিত: ০৫:০২, ১১ ফেব্রুয়ারি ২০১৫

পেপার প্রসেসিংয়ের মূলধন বৃদ্ধির আবেদন নাকচ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের কোম্পানি পেপার প্রসেসিংয়ের মূলধন বাড়ানোর আবেদন নাকচ করে দিয়েছে বিএসইসি। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পেপার প্রসেসিং বিদ্যমান শেয়ারহোল্ডার ব্যতীত নতুন করে শেয়ার ইস্যু করে মূলধন বাড়ানোর আবেদন করে। বিএসইসি কোম্পানির আবেদন নাকচ করে দিয়েছে। পেপার প্রসেসিং ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ৩ কোটি টাকা। এ কোম্পানির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ২ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা।
×