ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরিকল্পনা কমিশনে সিনিয়র সচিব মর্যাদায় পদোন্নয়ন পেলেন ড. শামসুল আলম

প্রকাশিত: ০৫:০১, ১১ ফেব্রুয়ারি ২০১৫

পরিকল্পনা কমিশনে সিনিয়র সচিব মর্যাদায় পদোন্নয়ন পেলেন  ড. শামসুল আলম

অর্থনৈতিক রিপোর্টার ॥ পরিকল্পনা কমিশনের সিনিয়র সদস্য (সিনিয়র সচিব পদমর্যাদা) হিসেবে পদোন্নয়ন হয়েছে ড. শামসুল আলমের। মঙ্গলবার সরকারী এক তথ্য বিবরণীতে বিষয়টি প্রকাশ করা হয়। তিনি তাঁর বর্তমান কর্মস্থল সাধারণ অর্থনীতি বিভাগেই (জিইডি) দায়িত্ব পালন করবেন। ড. আলম ২০০৯ সালের ১ জুলাই সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য হিসেবে যোগদান করেন। এর মধ্যে কয়েকবার তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করেছে সরকার। জিইডিতে দায়িত্ব পালনকালে ড. শামসুল আলমের নেতৃত্বে বাংলাদেশের প্রথম দীর্ঘমেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন কৌশলপত্র তৈরি হয়েছে। বর্তমানে তিনি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং নদ-নদী রক্ষায় ১০০ বছরের বদ্বীপ পরিকল্পনা তৈরির কাজ এগিয়ে নিচ্ছেন।
×