ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার গ্রেফতার দাবিতে শ্রমিক লীগের স্মারকলিপি

প্রকাশিত: ০৮:৪৭, ৯ ফেব্রুয়ারি ২০১৫

খালেদা জিয়ার গ্রেফতার দাবিতে শ্রমিক  লীগের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে নৈরাজ্য সৃষ্টির অফিযোগে খালেদা জিয়াকে গ্রেফতার করতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে সংগঠনটি আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি জানায়। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এখন পর্যন্ত সন্ত্রাসী কর্মকা-ের মাধ্যমে ৭০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। এর আগেও ৩১ জানুয়ারির মধ্যে বেগম জিয়াকে গ্রেফতারের দাবি জানিয়েছিল তারা। জাতীয় প্রেসসক্লাবের সামনে রবিবার পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী ১৪ ফেব্রুয়ারির মধ্যে বিএনপি চেয়ারপার্সনকে গ্রেফতারের জন্য সরকারকে সময় দেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, সহিংসতা করে সারাদেশে নির্বিচারে তার আদেশে মানুষ হত্যা করা হচ্ছে। শুধু হত্যায় না পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য হরতাল দেয়া হচ্ছে। পরীক্ষাকেন্দ্রে উত্তর পত্র পুড়িয়ে দেয়া হচ্ছে। সমাবেশে বক্তারা এ সময় সংসদে আইন পাস করে হরতাল অবরোধ বন্ধর দাবি জানান। সংগঠনের সভাপতি ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, আজিজুল হক, সিরাজুল ইসলাম খান, হানিফ খোকন, আব্দুস সত্তার মল্লিক, এ আর জামান, মহানগর নেতৃবৃন্দের মধ্যে হান্নান শেখ, মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
×