ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেড কাপে দারুণ জয়ে সন্তুষ্ট শারাপোভা

প্রকাশিত: ০৫:২৩, ৯ ফেব্রুয়ারি ২০১৫

ফেড কাপে দারুণ জয়ে সন্তুষ্ট শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার থেকে শুরু হয়েছে ফেড কাপ। আর প্রথম দিনেই জয়ের দেখা পেয়েছে রাশিয়া, ইতালি, চেক প্রজাতন্ত্র, সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। ফেড কাপের প্রথম ম্যাচে রাশিয়া ২-০ ব্যবধানে পরাজিত করেছে পোল্যান্ডকে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বার তারকা মারিয়া শারাপোভা ৬-০ এবং ৬-৩ গেমে পরাজিত করেন উরসুলা রাদওয়ানাস্কাকে। আর উরসুলারই বড় বোন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কাকে হারান সভেতালানা কুজনেটসোভা। দুটি গ্র্যান্ডসøাম জয়ের মালিক এই রাশিয়ান তারকা ৬-৪, ২-৬ এবং ৬-২ গেমে পরাজিত করেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কাকে। ২০০৮ সালে ফেড কাপে অভিষেক ঘটে মারিয়া শারাপোভার। চতুর্থবারের মতো এবার এই ইভেন্টে খেলতে নামেন তিনি। আগামী বছরই ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে হবে ক্রীড়াজগতের মহাযজ্ঞ অলিম্পিক। আর সেই ইভেন্টে অংশগ্রহণের জন্য ফেড কাপে অংশগ্রহণটা বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারের পর শনিবার প্রথমবারের মতো খেলতে নামেন টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। ফেড কাপে শক্তিশালী পোল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে পেরে দারুণ আনন্দিত মারিয়া শারাপোভা। এ বিষয়ে তিনি বলেন, ‘বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করাটা গুরুত্বপূর্ণ ছিল। সরাসরি সেটে প্রতিপক্ষকে হারাতে পেরে আমি খুবই আনন্দিত।’ রবিবার দ্বিতীয় ম্যাচে শারাপোভার প্রতিপক্ষ এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা। পোল্যান্ডের সেরা তারকা রাদওয়ানাস্কার বিপক্ষে ১১-২ ব্যবধানে এগিয়ে রয়েছেন রাশিয়ান গ্ল্যামারগার্ল শারাপোভা। ২০১২ সালে মিয়ামির পর আর কোন ম্যাচেই শারাপোভাকে হারাতে পারেননি রাদওয়ানাস্কা। উসুরলা রাদওয়ানাস্কাকে হারাতে শারাপোভার সময় লাগে মাত্র ৮০ মিনিট। আর রাদওয়ানাস্কাকে হারাতে কুজনেটসোভার সময় লাগে ২ ঘণ্টা ১৭ মিনিট। দারুণ জয়ে ফেড কাপের শুরু করেছে আমেরিকাও। এদিন তারা ২-০ ব্যবধানে পরাজিত করে আর্জেন্টিনাকে। আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ৭-৫ এবং ৬-০ গেমে হারান মারিয়া ইরিগোয়েনকে। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন সেরেনা। রাশিয়ান তারকা মারিয়া শারাপোভাকে হারিয়ে ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পান। সেইসঙ্গে মার্টিনা নাভ্রাতিলোভা এবং ক্রিস এভার্টকে ছাড়িয়ে উন্মুক্ত যুগে সর্বোচ্চ গ্র্যান্ডসøাম জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন ৩৩ বছর বয়সী সেরেনা উইলিয়ামস। পারফর্মেন্সের ধারাবাহিকতা তিনি প্রতিটি ম্যাচেই ধরে রাখতে চান। ফেড কাপের দ্বিতীয় ম্যাচে সেরেনা উইলিয়ামসের প্রতিপক্ষ পাওলা ওরমাইচা। যাকে প্রথম ম্যাচে হারান সেরেনারই বড় বোন ভেনাস উইলিয়ামস। সেরেনা উইলিয়ামস সুদীর্ঘ ক্যারিয়ারে ১৯ গ্র্যান্ডসøাম জয় ছাড়াও অসামান্য সব কীর্তি গড়েছেন। তারপরও থেমে নেই তার ছুটে চলা। সেই তুলনায় সাতটি গ্র্যান্ডসøাম জয়ী ভেনাস উইলিয়ামস একেবারেই নিষ্প্রভ। তারপরও কোর্টে লড়াই করে যাচ্ছেন নিয়মিতই। ফেড কাপের প্রথম ম্যাচে ভেনাস উইলিয়ামস ৬-৩, ৬-২ গেমে হারান পাওলা ওরমাইচাকে। এর ফলে ফেড কাপের সেমিফাইনালের কাছাকাছি পৌঁছে গেছে আমেরিকা। আর ইতালি প্রথম দিনে হারায় ফ্রান্সকে। ইতালিয়ান টেনিসের অন্যতম সেরা তারকা সারা ইরানি ৭-৬, ৭-৫ গেমে পরাজিত করেন ফ্রেঞ্চ তারকা ক্যারোলিন গার্সিয়াকে। আর বিশ্ব টেনিসের ৩১ নাম্বার তারকা ক্যামিলা জর্জি ৬-৪ এবং ৬-২ গেমে হারান ফ্রান্সের ১৯ নাম্বার তারকা এ্যালিজ কোর্নেটকে। ফেড কাপে চারবার চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। নিজেদের মাটিতে ২০০৮ সালের পর থেকে কখনই হারেনি তারা।
×