ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সচিবালয়ে লিফলেট ॥ গ্রেফতার ৪

প্রকাশিত: ০৫:১১, ৯ ফেব্রুয়ারি ২০১৫

সচিবালয়ে লিফলেট ॥ গ্রেফতার ৪

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের পতন ঘটাতে বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে জনপ্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে সরকারবিরোধী লিফলেট পাওয়া গেছে। রবিবার দুপুরে এই লিফলেট ছাড়ার পর সচিবালয়ের সাত নম্বর ভবনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৬২০ নম্বর কক্ষ থেকে চারজনকে আটক করেছে পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধর্ম মন্ত্রণালয় পরিদর্শনের দিনই সরকাবিরোধী এই লিফলেট উদ্ধার হলো। ধর্ম মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিবালয়ে একই ভবনে। আটককৃতরা হলোÑ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা দৌলতুন্নেছা, অফিস সহকারী জিন্নাতুল করিম এবং অফিস সহায়ক (এমএলএসএস) মাহফুজুর রহমান ও সোয়েব খান। সাংবাদিকদের সামনেই বিকেল পৌনে ৫টার দিকে গোয়েন্দা পুলিশের গাড়িতে করে চারজনকে সচিবালয় থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনিচুর রহমান সাংবাদিকদের বলেন, এখনও বলার মতো কিছু হয়নি, কিছু বলার থাকলে আমি আপনাদের জানাব। আটক সোয়েব গোয়েন্দা পুলিশের গাড়িতে থাকা অবস্থায় বলেন, আমাদের কক্ষ থেকে সরকারিবিরোধী লিফলেট নিচে ফেলা হয়েছে, একথা বলে পুলিশ আমাদের ধরেছে। আটক চারজনই দাবি, এই প্রচারপত্র ওপর থেকে ফেলার সঙ্গে তারা জড়িত নয়। কর্মকর্তা-কর্মচারীদের আটকের বিষয়ে জানতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলেও কোন বক্তব্য পাওয়া যায়নি। সচিবালয়ে কর্মরত গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা জানান, আটককৃতদের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে করণীয় নির্ধারণ করা হবে। ‘দেশপ্রেমিক সরকারী কর্মকর্তা-কর্মচারী’ ব্যানারে ‘লালসা আর হিংসায় উন্মত্ত হাসিনা ও আওয়ামী দুঃশাসন-দুর্বৃত্তায়নে বিপন্ন মানবতা ও মাতৃভূমি রক্ষায় উদাত্ত আহ্বান’ শিরোনামে বেশ কয়েকটি লিফলেট উদ্ধার করে পুলিশ।
×