ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ককটেল ফাটিয়ে পালানোর সময় শিবির কর্মীকে গণধোলাই

প্রকাশিত: ০৫:১১, ৯ ফেব্রুয়ারি ২০১৫

ককটেল ফাটিয়ে  পালানোর সময়  শিবির কর্মীকে  গণধোলাই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পলায়নকালে গণধোলাইয়ের শিকার হয়েছে ছাত্র শিবিরের এক ক্যাডার। বিক্ষুব্ধ জনতা শিবিরের এ কর্মীকে পিটুনি দিয়ে ছেড়ে দেয়। এ সময় তারা জ্বালিয়ে দেয় শিবির কর্মীদের বহনকারী মোটরসাইকেল। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর গোল পাহাড় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সিএমপির চক বাজার থানার ওসি আতিক আহমেদ সাংবাদিকদের জানান, একটি মোটরসাইকেল-যোগে ওই এলাকায় আসে ছাত্র শিবিরের তিন ক্যাডার। তারা সেখানে আতঙ্ক ছড়াতে ককটেলের বিস্ফোরণ ঘটায়। কিন্তু এতে বিক্ষুব্ধ হয়ে পড়েন স্থানীয় লোকজন। চারদিক থেকে ছুটে আসা মানুষ ছাত্র শিবিরের এক কর্মীকে ধরে ফেলে। এরপর চলে গণধোলাই।
×