ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফারইস্ট ফিন্যান্সের সভা ১১ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৬:২২, ৮ ফেব্রুয়ারি ২০১৫

ফারইস্ট ফিন্যান্সের সভা ১১ ফেব্রুয়ারি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফারইস্ট ফিন্যান্সের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণেই কোম্পানির পরিচালনা পর্ষদ বৃহস্পতিবারের সভা স্থগিত করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার এই কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সূত্র জানায়, আগামী ১১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় কোম্পানির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ। মুনাফার শীর্ষে ট্যানারি খাত অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মুনাফার শীর্ষে ছিল ট্যানারি খাত। আর সর্বনিম্ন স্থানে ছিল পাট খাত। আলোচিত সপ্তাহে ট্যানারি খাতের মুনাফা বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। আর পাট খাতের মুনাফা কমেছে ৯ শতাংশ। ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, গত সপ্তাহে মুনাফার দিক থেকে সেরা ছিল ট্যানারি খাত। এ খাতের মুনাফা বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। দ্বিতীয় অবস্থানে ছিল টেলিকম খাত। এ খাতের মুনাফা বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ। এরপর দশমিক ৭০ শতাংশ মুনাফা নিয়ে তৃতীয় অবস্থানে ছিল আইটি খাত। চতুর্থ অবস্থানে ছিল ফার্মাসিউটিক্যালস খাত। এ খাতের মুনাফা বেড়েছে দশমিক ৬০ শতাংশ।
×