ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

প্রকাশিত: ০৬:১৩, ৮ ফেব্রুয়ারি ২০১৫

মুন্সীগঞ্জে সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের মালপাড়ায় অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের জ্ঞানপীঠ ভবনে এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট কলামিস্ট ও কবি ড. নূহ আলম লেনিন। এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট নৃত্য শিল্পী লায়লা হাসান ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ। সভাপতিত্ব করেন জ্ঞানপীঠ গবেষণা কেন্দ্রের নির্বাহী সভাপতি অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী। ধন্যবাদ জানান ফাউন্ডেশনের মুন্সীগঞ্জ কেন্দ্রের সভাপতি জাহাঙ্গীর হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত পরিবেশন করে বুলবুল মহলানবীশ দর্শক হৃদয় জয় করে নেন। এই কেন্দ্রে সুন্দর হস্তাক্ষর, চিত্রাঙ্কন, উপস্থাপনা ও শুদ্ধ উচ্চারণ বিষয়ে প্রতি শুক্র ও শনিবার বিশেষ দীক্ষা দেয়া হবে।
×