ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩ সম্মাননা পাচ্ছেন কবরী, মৌসুমী

প্রকাশিত: ০৬:১০, ৮ ফেব্রুয়ারি ২০১৫

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩ সম্মাননা পাচ্ছেন কবরী, মৌসুমী

স্টাফ রিপোর্টার ॥ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩’ প্রদানের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও প্রাথমিক মনোয়নপ্রাপ্তদের নাম চূড়ান্ত করেছে পুরস্কার প্রদানের জন্য গঠিত জুড়ি বোর্ড। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সালের জন্য মোট ২৮টি ক্ষেত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। এরমধ্যে দেশীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য কবরী সারোয়ার। এছাড়া ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্যে প্রধান শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন অভিনেত্রী মৌসুমী। গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রটি বেশকিছু ক্যাটাগরিতে পুরস্কার পেতে যাচ্ছে বলে সূত্র জানিয়েছে। তবে প্রাথমিক তালিকাটি এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সূত্র জানিয়েছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩’তে আরও মনোনয়ন পেয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘মৃত্তিকা মায়া’ (প্রযোজক ফরিদুর রেজা সাগর), শ্রেষ্ঠ পরিচালক গাজী রাকায়েত (মৃত্তিকা মায়া), প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা তিতাস জিয়া (মৃত্তিকা মায়া), পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মামুনুর রশীদ (মৃত্তিকা মায়া), পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী রেহানা জলি (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ গায়ক চন্দন সিনহা (আমি নিঃস্ব হয়ে যাবো), শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল (আমি নিঃস্ব হয়ে যাবো), শ্রেষ্ঠ সুরকার কৌশিক হোসেন তাপস (আমি নিঃস্ব হয়ে যাবো) এবং শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক এ কে আজাদ (মৃত্তিকা মায়া)। এছাড়া শ্রেষ্ঠ গায়িকা হিসেবে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন যৌথভাবে পুরস্কার পেতে পারেন বলে জানা গেছে। তবে প্রধানমন্ত্রীর অনুমোদনের পরপরই তথ্য বিবরণীর মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার পাওয়ার খবরের প্রতিক্রিয়ায় মৌসুমী বলেন, সরকারীভাবে হাতে পুরস্কার তুলে না দেয়ার আগ পর্যন্ত কোনো কিছুই বলা যায় না। মৌসুমী বলেন, মনোনয়ন পেয়েছি জানি। তবে পুরস্কার জিতে গেলে তো সবচেয়ে বেশি খুশির খবর হবে এটি। দেখা যাক কি হয়!
×