ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপ উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, খুলনায় কনসার্ট

প্রকাশিত: ০৫:৫৬, ৮ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বকাপ উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, খুলনায় কনসার্ট

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে আর মাত্র ছয়দিন বাকি। আগামী শনিবার থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হবে এবারের বিশ্বকাপ ক্রিকেট আসর। তবে বাংলাদেশেও এর উন্মাদনা থাকছে। বিশ্বকাপে বাংলাদেশ দল আছে। তাই উন্মাদনা অনেক বেশি। এর বাইরে বিশ্বকাপ উপলক্ষে ৩ স্টেডিয়ামে কনসার্ট আয়োজন করে সেই উন্মাদনা আরও বাড়িয়ে দেয়ার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে বিশ্বকাপের ১১তম আসরের পর্দা উঠবে। এরই মধ্যে ফুটবল জ্বরের সঙ্গে ক্রিকেট জ্বরে আক্রান্ত বাংলাদেশ। বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল শেষ আজ। এরপরই শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের ক্রীড়ামোদীদের মাতামাতি। ক্রিকেট ভক্তদের মাঝে বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনা ছড়িয়ে দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করছেন বিশ্বকাপ উপলক্ষে কনসার্ট। ‘এগিয়ে চলো বাংলাদেশ’ সেøাগানে বিসিবির কনসার্ট ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পাশাপাশি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে হবে। রবিবার থেকে বিসিবি কনসার্টের টিকেট বিক্রি শুরু হবে। কনসার্টের ভেন্যুগুলোর কাছাকাছি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) শাখায় পাওয়া যাবে টিকেট। এ ছাড়া কনসার্টের দিন স্টেডিয়ামের সামনেও টিকেট বিক্রি করা হবে। ঢাকায় টিকেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা, সর্বোচ্চ ১ হাজার টাকা। তবে খুলনা ও চট্টগ্রামের টিকেটের মূল্য আরও কম হবে ঢাকার তুলনায়। এরপর বিসিবি ২০১৫ বিশ্বকাপে টাইগারদের শুভকামনা জানাতে গণস্বাক্ষর কর্মসূচীও আয়োজন করতে পারে। ২০১৫ বিশ্বকাপের জন্য বিসিবি ইতোমধ্যেই একটি থিম সং তৈরি করেছে। যেটি লেখা ও সুর করেছেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী বাপ্পা মজুমদার। ১১ ফেব্রুয়ারি খুলনায় কনসার্টে গানটি প্রকাশিত হবে। কনসার্টের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে বন্দরনগরী চট্টগ্রামে ১২ ফেব্রুয়ারি। তৃতীয় পর্বটি ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি। যেখানে দেশীয় শিল্পীরা পারফর্ম করবেন। এ কনসার্ট নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘খুলনা, চট্টগ্রাম ও ঢাকায় যথাক্রমে ১১, ১২, ১৩ ফেব্রুয়ারি কনসার্ট আয়োজন করছে বিসিবি। এরপর বিভাগীয় শহরে গণস্বাক্ষর কর্মসূচী হবে। এটা বিভাগ থেকে জেলা শহরে হতে পারে।’ কনসার্টে কোন বিদেশী শিল্পী থাকবে না জানিয়ে নিজামউদ্দিন চৌধুরী সুজন আরও বলেন। তবে আমাদের দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড তারকারা থাকবেন। দর্শকদের আনন্দ দিতে গাইবেন মমতাজ, বাপ্পা মজুমদার, আইয়ুব বাচ্চু (এলআরবি) ও শাফিন আহমেদ (মাইলস)।’
×