ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনুশোচনায় ভুগছেন লিওনেল মেসি

প্রকাশিত: ০৫:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০১৫

অনুশোচনায় ভুগছেন লিওনেল মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে লিওনেল মেসিকে আজীবন অনুশোচনায় ভোগাচ্ছে। আর্জেন্টিনার তারকা এ ফুটবলার নিজেই বলেছেন, ‘বিশ্বকাপ জিততে না পারার বিষয়টি আমার আজীবনের অনুশোচনা হয়েই থাকবে।’ সুযোগ পেয়েছিলেন, কিন্তু পারেননি সেই সুযোগ কাজে লাগাতে। আর কোনদিন সেই সুযোগ আসবে কিনা সেও এক প্রশ্ন বটে; লিওনেল মেসি তাই এখনও হতাশ। বিশ্বকাপ জিততে না পারার অনুশোচনা এখনও তাড়িয়ে বেড়াচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে। ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের ফাইনালে খেলেছিল আর্জেন্টিনা ও জার্মানি। বিশ্বকাপের এই আসরে গ্রুপ পর্বে অসাধারণ খেলেছিলেন মেসি। একাই ৪ গোল করে আর্জেন্টিনাকে টেনে নিয়েছেন দ্বিতীয় রাউন্ডে। কিন্তু এরপরই যেন মেসি হারিয়ে ফেলেছিলেন তার জাদুকরী ফুটবল। তবে আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নিয়েছিল ঠিকই। আর ফাইনালের মঞ্চে জার্মানির জালে গোল করার একাধিক সুযোগও পেয়েছে আর্জেন্টিনা। কিন্তু মেসি-হিগুয়েনরা কোন সুযোগই কাজে লাগাতে পারেননি। উল্টো অতিরিক্ত সময়ের শেষ দিকে তরুণ মারিও গোতজের অতর্কিত গোলে জার্মানি জেতে নিয়েছে বিশ্বকাপ। বিশ্বকাপের ওই আসরে সেরা ফুটবলারের পদক জিতলেও মেসি এখনও সেই দুঃসহ হারের বেদনা ভুলতে পারছেন না কোনভাবেই। তাই তো ফিফাকে দেয়া এক সাক্ষাতকারে মেসি বিশ্বকাপের এই ব্যর্থতাকে নিজের আজীবনের কষ্ট ও অনুশোচনা হিসেবেই চিহ্নিত করেছেন। আর্জেন্টিনার ফুটবল জাদুকর বলেছেন, ‘আমার আসলে বলার মতো কিছু নেই। এটা কেবলই দুঃখের বিষয়। বিশ্বকাপ জয়ের মতো অনেক বেশি সুযোগ পেয়েছি আমরা। জার্মানির চেয়ে আমরাই বেশি সুযোগ পেয়েছি। কিন্তু গোল করতে পারিনি এবং এ জন্য আজীবন অনুশোচনা করব আমরা সবাই।’ সেই অনুশোচনা এখনও কাটছে না মেসির। তবে কয়েকটা দিনের জন্য ফুটবলকে ছুটি দিয়ে প্রেমিকা আর ছেলেকে নিয়ে এখন এ্যান্ডোরায় সময় কাটিয়েছেন লিওনেল মেসি। দক্ষিণ-পশ্চিম ইউরোপের এই দেশটিতে নিজের দুই ভালবাসা প্রেমিকা আন্তোনিলা রোকুজ্জো আর ছেলে থিয়াগোকে নিয়ে ভালই উপভোগ করেন বার্সেলোনার এই তারকা। মেসি এ নিয়ে জানান, ‘আমার দুই ভালবাসার সঙ্গে সুন্দর দিন।’ বার্সেলোনার তারকা মেসি সপ্তাহের মাঝে হঠাৎ করেই ক্লাব থেকে ছুটি নেন। আগামী রবিবার এ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে স্পেনের লা লিগার ম্যাচের আগে আর কোর খেলা নেই পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার।
×