ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে কেন্দ্রে আগুন সোচ্চার অভিভাবক

প্রকাশিত: ০৪:০৫, ৭ ফেব্রুয়ারি ২০১৫

বরিশালে কেন্দ্রে আগুন  সোচ্চার অভিভাবক

স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, যেকোন ধরনের নাশকতাকারীদের মোকাবেলার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে প্রায় প্রত্যেক পরীক্ষার্থীর সঙ্গে ৩/৪জন করে অভিভাবকরা শুক্রবার সকালে পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ব্যাপক তৎপরতার কারণে সারা দেশের সঙ্গে বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে পরীক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার রাতে জেলার সর্বহারা অধ্যুষিত বাবুগঞ্জের খানপুরা মডেল স্কুল এ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্রে অগ্নিসংযোগ করেছিল দষ্কৃৃতকারীরা। নৈশ প্রহরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে অধ্যক্ষের কক্ষের দরজা-জানালা পুড়ে গেছে। ওই কেন্দ্রেও যথাসময়ে শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে নগরীর বিএম স্কুল কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ একাধিক পরীক্ষার্থীর অভিভাবকরা বলেন, ছেলে-মেয়েদের ভবিষ্যত নষ্ট করে কোন রাজনীতি হতে পারে না। তাই আজ যেকোন ধরনের নাশকতাকারীদের মোকাবেলার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি।
×