ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রকাশিত: ০৪:০২, ৭ ফেব্রুয়ারি ২০১৫

টাঙ্গাইলে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির  অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৬ ফেব্রুয়ারি ॥ দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস আহমেদের বিরুদ্ধে চাঁদা এবং বিএডিসির সেচের ২টি অগভীর নলকূপ বেদখলে সহায়তার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা চেয়ারম্যানের বিরুদ্ধে দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার, টাঙ্গাইল জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন। বাদী আমিনুর রহমান ও শাহজাহান মিয়ার লিখিত অভিযোগে জানা যায়, দেলদুয়ার দক্ষিণপাড়ার আমিনুর রহমান ও শাহজাহান মিয়া ১৯৮১ সালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) থেকে কৃষি ব্যাংকের ঋণ সহায়তায় ২টি অগভীর নলকূপ ক্রয় করে চালাচ্ছেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস আহমেদ বিবাদী পক্ষ থেকে অবৈধ সুবিধা নিয়ে জালিয়াতির মাধ্যমে এবং তার দলের লোকদের দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আমিনুর রহমান ও শাহাজাহান মিয়ার দীর্ঘদিনের বৈধ স্কিম জোরপূর্বক বেদখল করছে বলে অভিযোগ করেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান বিভিন্নভাবে হুমকি দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করছেন বলে বাদী লিখিতভাবে অভিযোগ করেছেন। এ ব্যাপারে দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ বলেন, বিবাদী বাবুলরা প্রভাবশালী হওয়ায় তাদের পক্ষে কাজ করতে হচ্ছে। চাঁদা প্রসঙ্গে বলেন, মীমাংসার জন্য টাকার কথা বলা হয়েছিল।
×