ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হায়! বুড়িগঙ্গা

প্রকাশিত: ০৫:৫৬, ৬ ফেব্রুয়ারি ২০১৫

হায়! বুড়িগঙ্গা

মুজিবুল হক মিয়া। বয়স ৫৮। নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বাল্যকাল থেকে ঢাকার বুড়িগঙ্গায় মাছ ধরেন তিনি। আগে নদীতে প্রচুর মাছ ছিল। দৈনিক হাজার টাকা পর্যন্ত আয় হতো তাঁর। এ দিয়ে সংসার চলত বেশ। কিন্তু সম্প্রতি তাঁর আয়ে ছেদ পড়েছে। বুড়িগঙ্গার পানিতে আর আগের মতো মাছ পাওয়া যায় না। কারণ হিসেবে এই জেলে বলেন, বুড়িগঙ্গা এখন আর আগের মতো নেই। কলকারখানার বর্জ্য পানিতে মিশে এখন তা বিষে পরিণত হয়েছে। তাই পানিতে এখন আর মাছ বাস করতে পারে না। দৈনিক দুই ’শ টাকার মাছ পেতে আমাকে হিমশিম খেতে হয়। তিনি আক্ষেপ করে বলেন হায়! বুড়িগঙ্গা। বৃহস্পতিবার বুড়িগঙ্গা পাড় থেকে ছবি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী ইলিয়াস মাহমুদ।
×