ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চার তারকার ‘মেঘে ঢাকা শহর’

প্রকাশিত: ০৬:৪৯, ৫ ফেব্রুয়ারি ২০১৫

চার তারকার ‘মেঘে ঢাকা শহর’

স্টাফ রিপোর্টার ॥ প্রথমবারের মতো একসঙ্গে একটি ধারাবাহিক নাটকে কাজ করছেন চার তারকাভিনেত্রী। এরা হলে দর্শকনন্দিত অভিনেত্রী ডলি জহুর, চিত্রনায়িকা ও নাট্যনির্মাতা পারভীন সুলতানা দিতি, লাক্সতারকা আজমেরী হক বাঁধন ও লাক্সতারকা উর্মিলা শ্রাবন্তী কর। চার তারকা অভিনীত নাটকের নাম ‘মেঘে ঢাকা শহর’। নাটকটি রচনা করেছেন রুদ্র মাহফুজ। পরিচালনা করছেন তরুণ নির্মাতা সাখাওয়াত মানিক। পরিচালক সাখাওয়াত মানিকের এটাই প্রথম ধারাবাহিক নাটক। রাজধানীর উত্তরার একটি হাউজে ধারাবাহিক নাটকটির শূটিং শুরু হয়েছে। ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে ডলি জহুর বলেন, মানিকের সঙ্গে এটা আমার প্রথম কাজ। রুদ্রর লেখা গল্পটি বেশ ভাল লেগেছে আমার। তাই সিডিউল নিয়ে ব্যস্ততা থাকলেও বেশ আগ্রহ নিয়ে কাজটি করছি। দিতি বলেন, এখন চেষ্টা করি ভাল গল্পের খ- নাটকে কাজ করতে। ধারাবাহিকে কাজ করার তেমন ইচ্ছে নেই। কিন্তু ‘মেঘে ঢাকা শহর’ নাটকের গল্প একেবারেই আমাদের জীবন থেকে নেয়া। মনে হয়েছে এ যেন আমাদের জীবনেরই গল্প। আশা করি বেশ ভাল একটি নাটক হবে। বাঁধন বলেন, নতুন একটি ধারাবাহিক আমার কাছে মনে হয় জীবনের নতুন একটি অধ্যায়ের সূচনা। উর্মিলা বলেন, এই সময়ে এসে আমি ধারাবাহিকে কাজ করতে এসে বেশ চুজি হয়েছি। মানিক ভাইয়ের নির্দেশনায় এর আগে আমি ‘ব্ল্যাক কফি’, অপরাহ্ন নাটকে কাজ করে দর্শকের খুব ভাল রেসপন্স পেয়েছি। আশা করছি এ নাটকটিও আমার অভিনয়ের ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে। পরিচালক সাখাওয়াত মানিক জানান শতাধিক পর্বের এই ধারাবাহিক নাটকটি খুব শীঘ্রই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার শুরু হবে। এদিকে অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর ও জয়দীপ সিনহা রায়ের আশীর্বাদ সম্পন্ন হয়েছে গত বছরের ১৭ অক্টোবর। তাঁর অভিনীত ‘ফ্যামিলি প্যাক’ , ‘মোহর আলী’, ‘একদিন ছুটি হবে’, ‘যোগাযোগ গোলযোগ’ নিয়মিতভাবে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। এদিকে পারভীন সুলতানা দিতি আসছে ভালবাসা দিবস উপলক্ষে ‘ভ্যালেন্টাইন অতঃপর ভালবাসা’ শিরোনামের টেলিফিল্ম নির্মাণ করেছেন। ডলি জহুর নিয়মিতভাবে অভিনয় করছেন মীর সাব্বিরের নির্দেশনায় ‘নোয়াশাল’ ও রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায় ‘ক্ষণিকালয়’ ধারাবাহিক নাটকে। বাঁধন সর্বশেষ দুটি ভাল গল্পের নাটকে অভিনয় করেছেন। একটি আমিরুল ইসলাম অরুনের ‘মুগলি’ ও অন্যটি কায়সার আহমেদের ‘আইসক্রিম ও অনুভূতি’।
×