ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিজেলচালিত মার্সিডিজবেঞ্জ

প্রকাশিত: ০৬:৪১, ৫ ফেব্রুয়ারি ২০১৫

ডিজেলচালিত মার্সিডিজবেঞ্জ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ডিজেলচালিত নতুন গাড়ি বাজারে আনছে জার্মানভিত্তিক গাড়ি প্রস্তুত কোম্পানি মার্সিডিজ-বেঞ্জ। আগামী ১১ ফেব্রুয়ারি এ গাড়ি বাজারে উন্মুক্ত করা হবে। এর আগে কোম্পানিটি পেট্রোলচালিত গাড়ি বাজারে ছাড়ে। জানা যায়, গাড়িটির দাম পড়বে ৪২ লাখ রুপী। নতুন এ মডেলের গাড়ি বিক্রিতে ব্যাপক মুনাফা প্রত্যাশা করছে কোম্পানিটি। কোম্পানিটি আশা করছে, যান্ত্রিক দিক দিয়েও এ গাড়িটি প্রথম সারিতেই থাকবে। এতে রয়েছে আধুনিক সব সুবিধা যেমন- ইলেক্ট্রিক সিট, থ্রিডি নেভিগেশনের টিএফটি টাচ স্ক্রিন, পার্কিংয়ের জন্য রয়েছে পার্কিং ক্যামেরা, ৭টি এয়ারব্যাগ, জ্বালানি সাশ্রয়ী স্টার্ট এবং স্টপ ফাংশন। তেলের দাম ২০০ ডলারে উঠতে পারে অর্থনৈতিক রিপোর্টার ॥ জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেকের মহাসচিব আব্দুল্লাহ আল বদরি মনে করেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যা কমার তা কমেছে; অদূর ভবিষ্যতে তা বেড়ে ৩ অঙ্কে পৌঁছবে। এই দাম ব্যারেল প্রতি দাঁড়াতে পারে ২০০ ডলার বা তারও বেশি। সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, তেলের দামে আমরা একেবারে তলানিতে এসে ঠেকেছি। বর্তমান বাজারে তেল বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি ৪৫ থেকে ৫৫ ডলারের মধ্যে। আমি মনে করি, এই দাম যা কমার তা কমেছে; শীঘ্রই তা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ অদূর ভবিষ্যতে বিশ্ববাজারে তেলের দাম ১৫০ ডলার বা তার বেশি বাড়তে পারে। তবে কবে নাগাদ ব্যারেল প্রতি তেলের দাম ২০০ ডলার বা তা বেশি উঠতে পারে তা নির্দিষ্ট করে বলেননি তিনি।
×