ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিডিবিএলের চার্জ কমানোর প্রস্তাব

প্রকাশিত: ০৬:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০১৫

সিডিবিএলের চার্জ কমানোর প্রস্তাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার সংরক্ষণের দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাসুল বা চার্জ কমানোর প্রস্তাব দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একই সঙ্গে নতুন প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া ও স্টক এক্সচেঞ্জের কর অব্যাহতির ধারাবাহিকতার বিষয়ে কতিপয় প্রস্তাব দিয়েছে প্রধান বাজারটি। বুধবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে এমন প্রস্তাব দেয়া হয়েছে। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. স্বপন কুমার বালা সাংবাদিকদের কাছে এ কথা বলেন। বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডিএসইর চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, বিএসইসির চার কমিশনার, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা, শেয়ারহোল্ডার ও স্বাধীন পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, ডিএসই থেকে শেয়ারের লট প্রথা তুলে দেয়ায় একক লেনদেনেও খরচ অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। কখনও কখনও তা শেয়ার ক্রয় বা বিক্রির মূল্যের তুলনায়ও বেশি হয়ে যাচ্ছে সিডিবিএল মাসুলের কারণে। ব্রোকারেজ হাউসের কর্মকর্তাদের অভিযোগ, শেয়ার দরের ভিত্তিতে মাসুল নির্ধারণ করছে সিডিবিএল। যদিও মাসুল নির্ধারণে শেয়ার দরের সঙ্গে প্রতিষ্ঠানটির কোন সংশ্লিষ্টতা নেই। এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। প্রতিবেশী ভারতসহ বিশ্বের অন্যান্য দেশে শেয়ার সংখ্যার বিপরীতে ফি নেয়া হয়।
×