ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিয়ের দাওয়াতে ভারত গেলেন এরশাদ

প্রকাশিত: ০৮:২১, ৪ ফেব্রুয়ারি ২০১৫

বিয়ের দাওয়াতে ভারত গেলেন এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ বন্ধুর মেয়ের বিয়ের নিমন্ত্রণে ভারতে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। চার দিনের এ সফরে তাঁর সঙ্গে আছেন একান্ত সচিব মেজর (অব) খালেদ আখতার। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। বিমানবন্দরে সাবেক রাষ্ট্রপতি এরশাদকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য এস এম আব্দুল মান্নান, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, তাজ রহমান, রেজাউল ইসলাম ভূঁইয়া, বাহাউদ্দিন আহমেদ বাবুল, আবুল হাসান আহমেদ জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ। শান্তি সমাবেশ ও মিছিল ॥ ২০ দলের আন্দোলনের নামে সহিংসতা ও দমন নিপীড়নের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর শ্যামপুর বালুর মাঠে শান্তি সমাবেশ ও গণমিছিল করেছে কদমতলী থানা জাতীয় পার্টি। গণমিছিলপূর্বক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা Ñ৪ আসনের এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, চলমান রাজনৈতিক সহিংসতায় দেশবাসী জিম্মি হয়ে পড়েছে। এভাবে দেশ চলতে পারে না। একটি রাজনৈতিক দল অবরোধের নামে মানুষ হত্যায় লিপ্ত রয়েছে। জাতি এই সহিংসতা থেকে মুক্তি চায়। আরও বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন, ইব্রাহিম মোল্লা, জহিরুল ইসলাম সরকার, সুজন দে, হাজী শহীদুল্লাহ, হাবিবুর রহমান হাবিব, মোকলেসুর রহমান, নাজিম আহমেদ চিশ্তী, সুলতানা আহমেদ লিপি ও জহিরুল ইসলাম জহির।
×