ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জয়ের দ্বারপ্রান্তে ঢাকা বিভাগ

প্রকাশিত: ০৫:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০১৫

জয়ের দ্বারপ্রান্তে ঢাকা বিভাগ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ডেও জয়ের দ্বারপ্রান্তে আছে ঢাকা বিভাগ। জিততে হলে ঢাকা মেট্রোর হাতে থাকা ২ উইকেট দ্রুত তুলে নিতে পারলেই হয়ে যায়। আবারও ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনাতেই আছে ঢাকা বিভাগ। প্রথম রাউন্ডে হারলেও দ্বিতীয় রাউন্ডে জয়ের সম্ভাবনা দেখছে রাজশাহীও। এ জন্য দিনের শুরুতেই চট্টগ্রাম বিভাগের হাতে থাকা ৫ উইকেট তুলে নিতে হবে। বরিশাল ও খুলনার মধ্যকার ম্যাচটি ড্র’র দিকেই এগিয়ে যাচ্ছে। শাহরিয়ার নাফীসের ২১৯ রানের অসাধারণ ইনিংসেই ম্যাচটি ড্র হওয়ার পথে। একইরকমভাবে সিলেট-রংপুর ম্যাচও ড্র হওয়ার পথেই আছে। তবে লিটন কুমার ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। রংপুরও ৪০৬ রানে এগিয়ে গেছে। ঢাকা আবারও রানের পাহাড় (৫২৫/৯) গড়ে ইনিংস ঘোষণা করার পর ঢাকা মেট্রোকে ৯০ রানেই অলআউট করে দেয়। এরপর ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষ হওয়ার আগে ৮ উইকেটে ৩৭৩ রান করে। ইনিংস হার এড়াতে হলে এখনও ঢাকা মেট্রোকে ৬২ রান করতে হবে। এ রানের আগে ঢাকা মেট্রো অলআউট হয়ে গেলেই প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও ঢাকা বিভাগ ইনিংস ব্যবধানে আরেকটি ম্যাচ জেতে নেবে। তৃতীয় দিনে শামসুর রহমান শুভ আর ৮ রানের জন্য শতক থেকে বঞ্চিত হয়েছেন। চট্টগ্রামকে ২০৯ রানে অলআউট করে দিয়ে দ্বিতীয় দিন পর্যন্ত ৩৭৯ রান করে রাজশাহী। তৃতীয় দিনে গিয়ে মুক্তার আলীর ৯৬ রানে ৪১১ রান করে। এগিয়ে যায় ২০২ রানে। এরপর চট্টগ্রাম আবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯৫ রান করে। আজ ম্যাচের চতুর্থ ও শেষ দিন। এখনও চট্টগ্রাম পিছিয়ে ৭ রানে। হাতে আছে ৫ উইকেট। এ উইকেট দ্রুতই রাজশাহী তুলে নিয়ে টার্গেট অতিক্রম করতে পারলেই জয় আসবে। সেই সম্ভাবনা আছেও। বরিশাল-খুলনা ম্যাচটি নিষ্প্রাণ ড্র হওয়ার পথেই এগিয়ে যাচ্ছে। প্রথম ইনিংসে বরিশাল ২৭১ রান করে। জবাবে খুলনা করে ৩৯০ রান। খুলনা শুরুতেই এগিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে বরিশাল শাহরিয়ার নাফীসের ডাবল শতকে ৩৪৩ রান করে। তৃতীয় দিন শেষেও বরিশালের ৬ উইকেট হাতে আছে। খুলনা পিছিয়ে আছে ২২৪ রানে। শুরুতে খুলনাকে আগে বরিশালের হাতে থাকা ৬ উইকেট নিতে হবে। এরপর নিজেদের ব্যাটিং করতে হবে। বোঝাই যাচ্ছে ম্যাচটি ড্র হওয়ার পথেই এগিয়ে যাচ্ছে। রংপুর ও সিলেটের ম্যাচটিও ড্র’র পথেই এগিয়ে চলেছে। রংপুর ৪০৬ রানে এগিয়ে রয়েছে। যদি প্রথম ইনিংসের মতো সিলেটের দশা হয় তাহলে রংপুর জেতেও যেতে পারে। এ জন্য তৃতীয় দিন শেষে লিটন কুমারের শতকে যে ৮ উইকেটে ৩০০ রান করেছে রংপুর, ইনিংস দ্রুতই ঘোষণা করে দিতে হবে। এরপর সিলেটকে ব্যাট করার সুযোগ দিয়ে দিন শেষ হওয়ার আগে অলআউট করতে হবে। তা না হলে ম্যাচ ড্র’ই হবে। স্কোর ॥ তৃতীয় দিন শেষে ঢাকা-ঢাকা মেট্রো ॥ ফতুল্লা ঢাকা বিভাগ প্রথম ইনিংস ৫২৫/৯; ইনিংস ঘোষণা (মজিদ ২৫৩*, তৈয়বুর ৩৪; শহীদ ৪/১০০, ইলিয়াস ৪/১১০)। ঢাকা মেট্রো প্রথম ইনিংস- ৯০/১০; (সৈকত ৩১, মেহেদী ১১; শুভাগত ৫/১৭, জুবায়ের ৪/২৩) ও দ্বিতীয় ইনিংস ৩৭৩/৮; ১০১ ওভার (শামসুর ৯২, মেহরাব জুনিয়র ৫৭, আসিফ ৫৫, মার্শাল ৫১; শুভগত ৩/৯৭)। রাজশাহী-চট্টগ্রাম ॥ মিরপুর চট্টগ্রাম প্রথম ইনিংস- ২০৯/১০; ৯১ ওভার (ইরফান ৫৫, নাজিমুদ্দিন ৩৬; ফরহাদ ৫/৪৫, সাকলায়েন ৩/২৫ ও দ্বিতীয় ইনিংস ১৯৫/৫; ৭২ ওভার (জসিম ৬১, নাজিমুদ্দিন ৫৭*, মামুন ৪৩; মুক্তার ৩/৪৬, শফিউল ২/২৩)। রাজশাহী প্রথম ইনিংস-দ্বিতীয় দিন ৩৭৯/৭; (জুনায়েদ ১১৩, মুক্তার ৮৮*, সানজামুল ৬৭*; ইফতেখার ৬/১০৯) ও তৃতীয় দিন ৪১১/১০; ১০৫.২ ওভার (মুক্তার ৯৬, সানজামুল ৮৮; ইফতেখার ৮/১১২)। বরিশাল-খুলনা ॥ বিকেএসপি-২ বরিশাল প্রথম ইনিংস- ২৭১/১০; ৬২.৩ ওভার (রাব্বি ৮৫, আল আমিন ৬৪, শাহরিয়ার ৫৫; রাজ্জাক ৮/১০০) ও দ্বিতীয় ইনিংস-দ্বিতীয় দিনশেষে ০/০; ১ ওভার ও তৃতীয় দিন ৩৪৩/৪; ৯৬ ওভার (শাহরিয়ার ২১৯, রাব্বি ৭৪, অভিষেক ৩১; রবিউল ৩/৫২)। খুলনা প্রথম ইনিংস ৩৯০/১০; ১২০ ওভার (ইমরুল ১৬৬, জিয়া ৩৮, ডলার ৩৮; সোহাগ ৫/৯৪, নাসুম ৩/১০২)। রংপুর-সিলেট ॥ বিকেএসপি-৩ রংপুর প্রথম ইনিংস ৩৬৭/১০; ১১২.৫ ওভার (আরিফুল ৪৭, ধীমান ৪১, সাজেদুল ৩৪*; এনামুল ৫/১০৭ ও দ্বিতীয় ইনিংস তৃতীয় দিন ৩০০/৮; ৫৩.৪ ওভার (লিটন ১১৬, নাঈম ৫২, আরিফুল ৫০*; রাহাতুল ৩/৭৭, নাজমুল ২/৩০)। সিলেট প্রথম ইনিংস ২৬১/১০; ১০০.৩ ওভার (কাপালি ৮১, মিলন ৫১; মাহমুদুল ৪/৪৩)।
×